পশ্চিম বর্ধমান: সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট। সেই পোস্টের জেরে আসানসোল পুরনিগমে অস্থায়ী টিকাকরণ কেন্দ্রগুলি (Vaccine Centre) নিয়ে বিভ্রান্তি ছড়াবার অভিযোগ উঠল বিরোধীদের বিরুদ্ধে। পৌরনিগম সূত্রে খবর, অস্থায়ী টিকাকরণকেন্দ্রগুলি বিভিন্ন ওয়ার্ডে রোটেশন অনুযায়ী হচ্ছে। কিন্তু সেই টিকাকরণ কর্মসূচির ভুল ঠিকানা ও সময় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ। মূলত হোয়াটস্যাপ থেকেই এই ভুয়ো পোস্টটি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ। ঘটনায় আসানসোল সাইবার সেলে লিখিত অভিযোগ দায়ের করল আসানসোল পুরনিগম।
টিকাপ্রাপকদের অভিযোগ, আসানসোল পুরনিগমের মোট ১৩ টি স্থায়ী কেন্দ্রে টিকাকরণের কাজ চলছে। এছাড়া আরও ৪টি অস্থায়ী ক্যাম্পের মাধ্য়মেও পাড়ায় পাড়ায় টিকাকরণ চলছে। আর সেই ক্যাম্পের সময় ও স্থান নিয়েই বিভ্রান্তি। অভিযোগ, বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়া বা হোয়াটস্যাপে যে পোস্ট পাওয়া যাচ্ছে, সেই মোতাবেক টিকা নিতে নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জায়গায় চলে যাচ্ছেন প্রাপকরা। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার পর জানা যাচ্ছে সম্পূর্ণ পোস্টটিই ভুয়ো। কোনও টিকাকরণ হচ্ছে না। এই ঘটনায় রীতিমতো বিভ্রান্তির শিকার সাধারণ মানুষ। আমজনের সুবিধার কথা চিন্তা করেই অবশেষে পদক্ষেপ করে আসানসোলল পুরনিগম।
শুক্রবার, বার্ণপুর নববিকাশ ক্লাবে টিকাকরণ কর্মসূচি করা হয় পুরনিগমের পক্ষ থেকে। আসানসোলের নববিকাশ ক্লাবের সদস্য রূপক সরকার জানান, পুরনিগমের সহযোগিতায় দুদিন ধরে ভ্যাকসিনের ক্যাম্প হচ্ছে। প্রচুর মানুষ উপকৃত হচ্ছেন। কিন্তু যারা এই ভাবে বিভ্রান্তি ছড়াচ্ছেন তাঁরা ক্ষমার অযোগ্য। দোষীদের যোগ্য শাস্তির দাবিও জানিয়েছেন তাঁরা।
আসানসোলের মুখ্য প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, “যেখানে ভ্যাকসিন কেন্দ্র নেই, সেখানকার ঠিকানা দিয়ে ভ্যাকসিন দেওয়া হচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোষ্ট করা হচ্ছে। সেই ঠিকানায় ভ্যাকসিন নিতে গিয়ে বহু মানুষ বিভ্রান্ত হচ্ছেন। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোষ্টও ভাইরাল হয়ে যাচ্ছে। কোনটা আসল পোষ্ট, কোনটা ভুয়ো তা বুঝতেই মানুষ বিভ্রান্ত হয়ে পড়ছেন। যাঁরা এই প্রচার করছেন তারা কার্যত আসানসোল পুরনিগমের সুষ্ঠুভাবে ভ্যাকসিন দেওয়ার কাজকে বিব্রত করতে চাইছে।”
এই ঘটনার নেপথ্যে ‘রাজনৈতিক অনুষঙ্গ’ রয়েছে বলেই অনুমান মুখ্য় প্রশাসক। ঘটনায় বিরোধী শিবিরকেই পরোক্ষে ইঙ্গিত করেছেন তিনি। অন্যদিকে বিজেপির জেলা কনভেনর শিবরাম বর্মন জানিয়েছেন “কোনওভাবেই এই মানুষকে বিভ্রান্ত করার কাজে সমর্থন করা যায় না। যারাই জড়িত হোক এই ঘটনায় তাতে যদি বিজেপির কেউ জড়িত থাকে তারও কঠোর শাস্তির দাবি করেছেন বিজেপি নেতা।
প্রসঙ্গত, ভুয়ো টিকার জেরে উত্তাল রাজ্য-রাজনীতি। কসবায় ভুয়ো টিকা কাণ্ড নিয়ে তোলপাড় চলছে গোটা রাজ্যে। এই কাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন মূল পাণ্ডা দেবাঞ্জন দেব। কী ভাবে এই টিকা আনা হল, কোন দোকান থেকে সেই টিকা নেওয়া হয়েছে, সব কিছু নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে বিধানসভায় সরব হয়েছেন বিরোধীরা। ঘটনায় সিবিআই তদন্তের দাবিও করে বঙ্গ বিজেপি নেতৃত্ব। আরও পড়ুন: ৫ লক্ষ টাকার বদলে ‘খুন’! মঙ্গলকোট-কাণ্ডে গ্রেফতার তৃণমূল কর্মী রাজু শেখ