
ঘাটাল: বন্যায় ডুবেছে শতাধিক স্কুল। বন্ধ লেখা পড়া। চিন্তায় শিক্ষক থেকে পড়ুয়া।হড়পা বানে ডুবেছিল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল, চন্দ্রকোনা, ছাড়াও দাসপুরের বিস্তীর্ণ এলাকা। চন্দ্রকোনা থেকে জল কমলেও ঘাটাল পৌর এলাকা সহ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় এখনো জলমগ্ন, রাস্তাঘাট জলের তলায়। ডিঙি বা নৌকায় যাতায়াতের একমাত্র মাধ্যম, কিছুদিন গড়ালেও এখনো জলের তলায় একাধিক স্কুল।
মহকুমা প্রশাসন সূত্রে খবর, ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুর এই সমস্ত এলাকাতে ২০০ মত হাইস্কুল ও প্রাথমিক বিদ্যালয় একাধিক ICDS স্কুলগুলি জলের তলায় চলে গিয়েছিল। বন্যা জল কমতে শুরু করলেও এখনো একাধিক স্কুল জলের তলায়, পড়াশোনা নিয়ে চিন্তায় স্কুলের ছাত্র-ছাত্রীরা। সকলে চাইছে দ্রুত জল কমে স্বাভাবিক ছন্দে ফিরুক ঘাটাল।
এ বিষয়ে ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস বলেন, “স্কুলগুলি ডুবে গিয়েছিল। স্কুলগুলিকে দ্রুত যাকে ছন্দে ফিরিয়ে আনা যায় সেই চেষ্টা করছি। ক্লাস শুরু হবে খুব শীঘ্রই। বহু স্কুল এখনো ডুবে রয়েছে বন্যার জলে। শিক্ষা দফতরকে সমস্ত রিপোর্ট পাঠানো হচ্ছে। মানুষজন চাইছেন দ্রুত ছন্দে ফিরুক ঘাটাল।”