Medinipur: ‘ওরা তো অশিক্ষিত, পড়াশোনা করে না’, বললেন ‘ক্লাস টেন পাশ’ জুন

Supriyo Guha | Edited By: অবন্তিকা প্রামাণিক

May 25, 2024 | 2:26 PM

Agnimitra Paul: তিনি টিভি ৯ বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, "আমরা অশিক্ষিত হতে পারি। অর্ধ শিক্ষিত হতে পারি। কিন্তু চোর নই। জুন মালিয়া যে পার্টি করেন এবং ওঁর যে নেত্রী রয়েছেন তাঁরা চোর-ডাকাত। আমরা বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করি না।

Medinipur: ওরা তো অশিক্ষিত, পড়াশোনা করে না, বললেন ক্লাস টেন পাশ জুন
অগ্নিশর্মা জুন মালিয়া
Image Credit source: Tv9 Bangla

Follow Us

মেদিনীপুর: মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া বুথের ভিতরে অভব্য আচরণের অভিযোগ তুলেছিলেন বিজেপি-এর এজেন্টের বিরুদ্ধে। তারপর বেরিয়ে এসে তিনি বলেন, “ওরা তো অশিক্ষিত। পড়াশোনা করে না…।” আর জুনের এই মন্তব্যকে তীব্র কটাক্ষ করেছেন ওই লোকসভা কেন্দ্রেরই তাঁর প্রতিপক্ষ অগ্নিমিত্রা পাল। তিনি পাল্টা প্রশ্ন করেছেন জুন মালিয়ার শিক্ষাগত যোগ্যাতা নিয়ে। এবং বলেছেন, উনি তো দ্বাদশ শ্রেণি পাশ। তবে, হলফনামায় জুন মালিয়া উল্লেখ করেছেন তাঁর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা ক্লাস টেন পাশ। সিবিএসসি বোর্ড থেকে ১৯৮৮ সালে পাশ করেছেন তিনি।

আজ জুন মালিয়া অভিযোগ তোলেন বিজেপি-র পোলিং এজেন্ট বুথের ভিতরে তাঁকে বাধা দিয়েছে। পরে বুথ থেকে বেরিয় তৃণমূল প্রার্থীকে বলতে শোনা যায়, “ওরা তো অশিক্ষিত। পড়াশোনা করে না। কিছু না। গামছা জড়িয়ে ভাবছে এটাও মাঠ।” জুনের এই মন্তব্যের পরই ফুঁসে ওঠেন অগ্নিমিত্রা।

তিনি টিভি ৯ বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, “আমরা অশিক্ষিত হতে পারি। অর্ধ শিক্ষিত হতে পারি। কিন্তু চোর নই। জুন মালিয়া যে পার্টি করেন এবং ওঁর যে নেত্রী রয়েছেন তাঁরা চোর-ডাকাত। আমরা বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করি না। ঠকাইনি ওদের। কেন্দ্রের টাকা চুরি করিনি।” বিজেপি প্রার্থীর আরও সংযোজন, “জুন মনে করছেন উনি বোধহয় ওনার নেত্রীর মতো পিএইচডি করেছেন ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে। জুনও আবার কোথাও করেছেন কি না। কিন্তু আমি দেখলাম উনি টুয়েলভ পাশ। মানুষকে কি সম্মানটা পড়াশোনার উপর দেওযা হয়?”

Next Article