Asansol: পেট্রোল পাম্পে দুষ্কৃতী হানা, বন্দুক উঁচিয়ে পর পর গুলি, আসানসোলে সিসিটিভি রেকর্ড রোমহর্ষক ঘটনা

Asansol: ঘটনার পর থেকেই ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায়। রোমহর্ষক গোটা দৃশ্যই রেকর্ড হয়েছে পেট্রোল পাম্পের সিসিটিভিতে। স্কুটিতে করে পালানোর সময় তাঁদের আরও এক রাউন্ড গুলি ছুড়তে দেখা যায়। ততক্ষণে প্রাণ ভয়ে এদিক ওদিক লুকাতে শুরু করেছেন পাম্পের কর্মীরা।

Asansol: পেট্রোল পাম্পে দুষ্কৃতী হানা, বন্দুক উঁচিয়ে পর পর গুলি, আসানসোলে সিসিটিভি রেকর্ড রোমহর্ষক ঘটনা
সামনে এসেছে সিসিটিভি ফুটেজImage Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 14, 2023 | 8:33 PM

আসানসোল: পেট্রোল পাম্পে একটি স্কুটি নিয়ে তেল নিতে ঢুকল তিন যুবক। কারও মাথাতেই নেই হেলমেট। মুখ ঢাকা কাল কাপড়ে। ঢুকেই পাম্পে থাকা এক মহিলা কর্মীকে ৫৫ টাকার তেল দিতে বলেন। তেলও দেন ওই কর্মী। আচমকা দেখা যায় এক যুবক এক যুবক পকেট থেকে পিস্তল বের করেছেন। মাথায় ঠেকালেন মহিলা কর্মীর। তখন পাশে দাঁড়িয়ে আর এক পুরুষ কর্মীও। কিছু বুঝে ওঠার আগেই মুখে কালো কাপড় ঢাকা এক যুবক পিস্তল থেকে ফায়ারও করলেন। কিন্তু, মিস ফায়ার হওয়ায় কপাল জোরে প্রাণে বেঁচে যান ওই মহিলা কর্মী। ছুটে পালিয়ে যান। এদিন চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে আসানসোলের সালানপুরে। 

ঘটনার পর থেকেই ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায়। রোমহর্ষক গোটা দৃশ্যই রেকর্ড হয়েছে পেট্রোল পাম্পের সিসিটিভিতে। স্কুটিতে করে পালানোর সময় তাঁদের আরও এক রাউন্ড গুলি ছুড়তে দেখা যায়। ততক্ষণে প্রাণ ভয়ে এদিক ওদিক লুকাতে শুরু করেছেন পাম্পের কর্মীরা। কিন্তু কারা এই যুবক, কী উদ্দেশ্য নিয়ে তাঁরা পাম্পে ঢুকেছিলেন তা এখনও পরিষ্কার নয়। 

যুবকরা পালাতেই পাম্পের কর্মীরা খবর দেন পুলিশে। খবর পেয়ে পাম্পে আসেন সালানপুর থানার পুলিশ। দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। ওই মহিলা কর্মীর সঙ্গে দুষ্কৃতীদের পূর্বে কোনও পরিচয় ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। একইসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। তল্লাশি চলছে গোটা এলাকায়। কিন্তু, কেন আচমকা তারা গুলি ছুড়ল তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।