গোয়ালতোড়: ঝাড়খণ্ডে মাওবাদী অভিযানের সময় বিস্ফোরণে মৃত্যু সিআরপিএফ ১৮৩ ব্যাটেলিয়নের এএসআই সুনীল মণ্ডলের। মরদেহ আনা হল তাঁর বাড়িতে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানার অন্তর্গত গাছউপড়া গ্রামে।
পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানার অন্তর্গত গাছউপড়া গ্রামের বাসিন্দা সুনীল কুমার মণ্ডল। শনিবার ঝাড়খণ্ডের জঙ্গলে ল্যান্ডমাইন বিস্ফোরণ হয়ে মারা যান। শহিদ জওয়ানের স্ত্রী লক্ষ্মী মণ্ডল। তাঁদের তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। এই সুনীল মণ্ডল পরিবারের কনিষ্ঠতম সন্তান। মৃতদেহ আজ গোয়ালতোড় এর বাড়িতে এসেছে। মৃতদেহ শেষকৃত্য করার আগে গার্ড অফ ওনার জানানো হবে সেখানেই। গোয়ালতোড় এলাকাতেই রয়েছে সিআরপিএফের একটি ক্যাম্প সেখানকার আধিকারিকরাও মৃত জওয়ানের বাড়িতে পৌঁছেছেন।
শহিদ জওয়ানের এক আত্মীয় বলেন, “উনি খুব মাই ডিয়ার লোক ছিল। ভাল মানুষ। অনেকটা সময় কেটেছে। উনি বলেছিলেন ভয়ের কোনও কারণ নেই। দেশের কাজের জন্য যদি জীবন যায় যাবে। এই সব বলত।” প্রসঙ্গত উল্লেখ্য, শনিবার ঝাড়খণ্ডের ছোটানাগরা থানার বনগ্রাম মারাংপেঙা এলাকায় মাওবাদীদের খোঁজে তল্লাশি চালাচ্ছিল সিআরপিএফের একটি বাহিনী। কার্যত চিরুনি তল্লাশি চালাচ্ছিলেন তাঁরা। সেই সময় বেলা আড়াইটে থেকে ২টো ৪৫ মিনিট নাগাদ মারাংপেঙা জঙ্গলে বিস্ফোরণ হয়। গুরুতর জখম হন সিআরপিএফের কয়েকজন জওয়ান। তখনই মর্মান্তিক পরিণতি হয়।