দুর্গাপুর: হেলমেট পরে এক ব্যক্তিকে সকালে ঢুকতে দেখেছিলেন প্রতিবেশীরা। কিছুক্ষণ পর তাঁকে ঘর থেকে হনহনিয়ে বেরিয়ে যেতেও দেখেন। কিন্তু তখনও প্রতিবেশীরা বিশেষ আমল দেননি। পরে স্থানীয় বাসিন্দাদেরই এক জন বাড়ির উঠোনে রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। তাতেই হইচই। পাড়া প্রতিবেশীরাই বাড়িতে গিয়ে দেখেন বাকি দু’জনেরও দেহ পড়ে রয়েছে মেঝেতে। পানাগড়ের রেল পাড়ে এক ব্যক্তির বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য চড়াল এলাকায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে কাঁকসা থানার পুলিশ। মৃতদের নাম কিশোরী সিমরন বিশ্বকর্মা (২৩), সীতা দেবী (৭০), সনু বিশ্বকর্মা (২১)। জানা দিয়েছে, তাঁদের সকলের বাড়ি ঝাড়খণ্ডে। মৃতরা সকলেই পানাগরের রেল পারে এক ব্যক্তির বাড়িতে বেরাতে এসেছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতরা সকলেই পানাগড়ের রেল পাড়ে এক ব্যক্তির বাড়িতে বেড়াতে এসেছিলেন। দুপুর বারোটা নাগাদ প্রতিবেশীরা এক জনকে বাড়ির উঠোনে ও বাকিদের ঘরের ভেতরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। প্রতিবেশীরাই থানায় খবর দেয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ।
এলাকাবাসীরা জানিয়েছেন সকালে একটি মোটরবাইকে একজন ব্যক্তি মাথায় হেলমেট পরে তাঁদের বাড়িতে ঢোকেন। কিছুক্ষণ পরেই বাড়ি থেকে বেরিয়ে যান। তারপরই এই ঘটনা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের সকলের মোবাইল ফোন খুঁজে পাওয়া যাচ্ছে না।
বাড়িতে কেউ না থাকার সুযোগ কোনও দুষ্কৃতী তাঁদের তিন জনকে খুন করেছে নাকি আত্মহত্যা করেছেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।