PM Modi: মোদীর মুখে এবার কসবার ঘটনা, বললেন, ‘এটা তৃণমূলের নির্মমতা’

Narendra Modi: প্রধানমন্ত্রী বলেন, "যেই মাটিতে কাদম্বিনী গাঙ্গুলি ছিল। আজ তাঁর জন্মদিন। কিন্তু আজ হাসপাতালও মহিলাদের জন্য সুরক্ষিত নয়। তৃণমূল সরকার অপরাধীদের বাঁচাতে ব্যস্ত।"

PM Modi: মোদীর মুখে এবার কসবার ঘটনা, বললেন, এটা তৃণমূলের নির্মমতা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit source: Tv9 Bangla

Jul 18, 2025 | 6:10 PM

দুর্গাপুর: ‘মা-মাটি-মানুষের সরকার ধ্বংস করে দিচ্ছে বাংলাকে…’ দুর্গাপুরে এসে তৃণমূলকে তুলোধনা প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর। বাদ গেল না নারী নির্যাতনের প্রসঙ্গও। সভামঞ্চ থেকে প্রকাশ্যেই তুললেন কসবার প্রসঙ্গ। বললেন, “আরজি করের রেশ কাটতে না কাটতেই ফের একবার শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়াকে নির্যাতন। সেখানেও নাম জড়াল তৃণমূলের।” অর্থাৎ ভোটের আগে তৃণমূলকে ব্যাকফুটে ফেলতে যে কোনও এ দিন কোনও ইস্যুই বাদ রাখেননি প্রধানমন্ত্রী।

সম্প্রতি কসবার একটি ল কলেজে নারী নির্যাতনের খবর প্রকাশ্যে আসে। সেই ঘটনায় গ্রেফতার হয় তৃণমূলের এক যুব নেতা। মোদীর মুখে উঠে এল এই প্রসঙ্গ। বললেন, “মা, মাটি, মানুষের কথা বলা দলের সরকারের রাজ্যে নারীদের সাথে যে অন্যায় হচ্ছে।” এরপর প্রসঙ্গ তুললেন কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের নাম।

প্রধানমন্ত্রী বলেন, “যেই মাটিতে কাদম্বিনী গাঙ্গুলি ছিল। আজ তাঁর জন্মদিন। কিন্তু আজ হাসপাতালও মহিলাদের জন্য সুরক্ষিত নয়। তৃণমূল সরকার অপরাধীদের বাঁচাতে ব্যস্ত।” তিনি এও বলেন, “আবার একটি কলেজে আরেক মেয়ের সঙ্গে অভব্যতা। যিনি করেছেন, তাঁর সঙ্গে তৃণমূল যোগ রয়েছে। আর তৃণমূল অভিযুক্তের বদলে, আক্রান্তকেই দোষী বলছে। এটা তৃণমূলের নির্মমতা।” অর্থাৎ, রাজ্যে নারীরা সুরক্ষিত নয় সেই বার্তাই এ দিন আরও একবার স্পষ্ট করে দিলেন মোদী।

যদিও, সব যুক্তি উড়িয়ে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, “বাঙালির অস্মিতা? এরা বাঙলা ভাষাটাকেই দূর করে দিতে চাইছে। ডবল ইঞ্জিন সরকারকে কেন মোদী নির্দেশ দিয়েছেন বাংলা ভাষাভাষিদের গ্রেফতার করার। নরেন্দ্র মোদী কান খুলে শুনুন, একটা ভোটও নয়।”