
দুর্গাপুর: দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামনের বছর বিধানসভা নির্বাচনের পূর্বে কার্যত তৃণমূলকে তুলোধনা করলেন প্রধানমন্ত্রী। সঙ্গে অভিযোগ করলেন কেন এ রাজ্যে বেকার সমস্যা। কেন তরুণ প্রজন্ম বাংলা থেকে মুখ ফেরাচ্ছে।
এ দিন প্রধানমন্ত্রী বলেন, “আজ বাংলার যুবরা পালাচ্ছে রাজ্য ছেড়ে। ছোট ছোট কাজের জন্য অন্য রাজ্যে চলে যেতে বাধ্য হচ্ছে। দুর্গাপুর, বর্ধমান, আসানসোল-ভারতের শিল্পের গতি দিয়েছিল এই অঞ্চলগুলো। এখানে নতুন শিল্প আনার চেষ্টা করলেও, সেখানেও তালা পরছে। বাংলা বদল চায়। বাংলা বিকাশ চায়। বাংলা পরিবর্তন চায়। বাংলা উন্নয়ন চায়।”
তাঁর আরও সংযোজন, “বাংলার শিল্পেও প্রয়োজন নতুন প্রযুক্তি। দুর্গাপুর-কলাকাত গ্যাস পাইপ লাইনে নতুন জীবনদান হবে। যাতে এই রাজ্যে সিএনজি গাড়ি চলতে পারে। যাতে আপনাদের পয়সা সাশ্রয় হয়। এর ফলে বাংলার যুবদের জন্য নতুন কর্মদিশা খুলবে।”
প্রধানমন্ত্রীর দাবি, বিনিয়োগকারীরা বিনিয়োগ করেন না। কারণ, এখানে সিন্ডিকেট রাজ চলছে না। তিনি বলেন, “পুলিশ এক তরফা কাজ করছে। এখানকার সরকার মানুষের জীবন ও দোকান সুরক্ষিত করতে পারে না। বাংলায় যতটুকু সম্ভাবণা আছে, এখানে শিল্পপতিরা বিনিয়োগ কররে। কিন্তু সিন্ডিকেট রাজ দেখে তারা থমকে যাচ্ছে। তৃণমূলের গুন্ডা ট্যাক্স বাংলায় বিনিয়োগ আটকে দিচ্ছে। তৃণমূলের সরকারে শতাধিক সংস্থা রাজ্য ছেড়েছে। তাই তো বাংলার হাল বেহাল হয়ে গিয়েছে। টিএমসি হটাও, বাংলা বাঁচাও।”
তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, “বাঙালির অস্মিতা? এরা বাঙলা ভাষাটাকেই দূর করে দিতে চাইছে। ডবল ইঞ্জিন সরকারকে কেন মোদী নির্দেশ দিয়েছেন বাংলা ভাষাভাষিদের গ্রেফতার করার। নরেন্দ্র মোদী কান খুলে শুনুন, একটা ভোটও নয়।”