Shooting in Jail: জেলের মধ্যেই তিন রাউন্ড গুলি, খুন শার্প শুটার আমন সিং

Shooting in Jail: পুলিশ সুপার সঞ্জীব কুমার ও ডিএসপি বরুণ রঞ্জন জানিয়েছেন, জেলের মধ্যে এই ঘটনা কীভাবে ঘটল, কারা এর পিছনে রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃতের শরীরে কটা গুলি লেগেছে, সেটা ময়নাতদন্তের পরই জানা যাবে বলে মন্তব্য করেছেন তাঁরা।

Shooting in Jail: জেলের মধ্যেই তিন রাউন্ড গুলি, খুন শার্প শুটার আমন সিং
আমন সিংImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 03, 2023 | 11:22 PM

আসানসোল: জেলের মধ্যেই চলল গুলি। ঘটনাস্থলেই মৃত্যু হল কুখ্যাত শার্প শুটার আমন সিং-এর। পরপর তিন রাউন্ড গুলি চলেছে বলে সূত্রের খবর। গুলি লাগে আমন সিং-এর পেটে। জেলের মধ্যেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে ছুটে যান জেলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে আমন সিং-এর দেহ। জেলা শাসক ও ধানবাদের এসপি সহ জেলা প্রশাসনের সমস্ত শীর্ষ আধিকারিকরা ধানবাদ জেলে গিয়ে বিষয়টি তদন্ত করে দেখছেন। ঝাড়খণ্ডের ধানবাদ সংশোধনাগারে ঘটনাটি ঘটেছে। জেলের মধ্যে কীভাবে এমন ঘটনা ঘটল, তা কার্যত অবাক করেছে আধিকারিকদের।

পুলিশ সুপার সঞ্জীব কুমার ও ডিএসপি বরুণ রঞ্জন জানিয়েছেন, জেলের মধ্যে এই ঘটনা কীভাবে ঘটল, কারা এর পিছনে রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃতের শরীরে কটা গুলি লেগেছে, সেটা ময়নাতদন্তের পরই জানা যাবে বলে মন্তব্য করেছেন তাঁরা। অস্ত্রের সন্ধান পাওয়া যায়নি এখনও। জেলের মধ্যে কেউ অস্ত্র নিয়ে কীভাবে প্রবেশ করল, সেই প্রশ্নই সামনে আসছে। আধিকারিকরা আরও জানিয়েছেন, সাত দিন আগেই জেলে তল্লাশি চালানো হয়েছে, কিছু পাওয়া যায়নি।

প্রসঙ্গত, শার্প শুটার আমন সিং মূলত উত্তর প্রদেশের বাসিন্দা। ধানবাদের প্রাক্তন ডেপুটি মেয়র নীরজ সিং হত্যা মামলায় ধানবাদ জেলে বন্দি ছিলেন তিনি। এছাড়াও বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে খুনের কয়েক ডজন মামলা রয়েছে। মূলত সুপারি কিলারে হিসেবে কাজ করতেন এই অমন। আসানসোলের হোটেল ব্যবসায়ী অরবিন্দ ভগত ও শক্তিগড়ে জাতীয় সড়কের উপরে রাজু ঝাকে খুনের ঘটনাতেও এই আমন সিং-এর লোকজন যুক্ত ছিল বলে অনুমান পুলিশের।