আসানসোল: তোলপাড় রাজ্য। শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর গ্রেফতারির পর ক্রমেই দূরত্ব বেড়েছে তৃণমূলের সঙ্গে। এ দিকে, রবিবার পার্থর গ্রেফতারি নিয়ে মন্তব্য করলেন তৃণমূল নেতা শত্রুঘ্ন সিনহা। তিনি বলেন, ‘কেন্দ্র সরকার প্রতিপ্রক্ষ রাজনৈতিক দলের ওপর প্রতিহিংসা চালাতে এজেন্সিকে ব্যবহার করছে।’
রবিবার আসানসোলের রবীন্দ্রভবনের একটি অনুষ্ঠানে আসেন পার্থ চট্টোপাধ্যায়। সেখানে একাধিক ইস্যুতে কথা বলেন তিনি। এরপর প্রসঙ্গ ওঠ প্রাক্তন শিক্ষা মন্ত্রীর গ্রেফতারির। বলেন, ‘কেন্দ্র সরকার ইডির মাধ্যমে যা করাচ্ছেন তা অত্যন্ত নিন্দনীয়। অনৈতিকভাবে রাজনৈতিক প্রতিপক্ষকে হেনস্থা করা হচ্ছে। দেশে যুবকদের মুল সমস্যা বেকারত্ব, মূল্যবৃদ্ধি। ডলারের শক্তি বাড়ছে আর টাকার মূল্য পড়ে যাচ্ছে। দেশের অর্থনীতি আজ সঙ্কটে। অগ্নিপথের নামে নাটক হচ্ছে। এসব ইস্যু থেকে নজর সরানোর জন্যই ইডিকে দিয়ে হেনস্থা করানো হচ্ছে মমতা দিদির সরকারের ওপর।’
এরপর তিনি বলেন, ‘কেন্দ্রের যে এজেন্সির ৫ শতাংশ পর্যন্ত তদন্তে সাফল্য নেই তাদেরকে দিয়ে বিরোধী রাজনৈতিক নেতাদের হেনস্থা করানো হচ্ছে কোনও প্রমাণ ছাড়াই।’ রবিবার আসানসোলে এসে কথা বললেন শত্রুঘ্ন সিনহা। আসানসোলের রবীন্দ্রভবনে একটি অনুষ্ঠানে তিনি আসেন। তাঁকে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে একথা বলেন। ওই কর্মসূচির পর তিনি রাঁচি চলে যান।
বস্তুত, শুক্রবার সকাল থেকে তৃণমূল মহাসচিব তথা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ছিলেন ইডির তদন্তকারী অফিসাররা। রাতভর অভিযান চালানোর পর শনিবার সকালে তাঁকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। ইডির সেই ম্যারাথন অভিযান পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। সূত্রের খবর, মন্ত্রীর বাড়ি থেকে মোট ১৭ রকমের জিনিস ও নথি বাজেয়াপ্ত করা হয়েছে।