Suvendu Adhikari: ‘ক্ষমতায় এলে পার্কস্ট্রিট-কামদুনি কেস রিওপেন হবে’, আশ্বাস শুভেন্দুর

উল্লেখ্য, এর আগেই দুর্গাপুর-কাণ্ডে অভিযুক্তদের বিষয়ে মন্তব্য করতে গিয়েও শুভেন্দু একই কথা বলেছিলেন। স্থানীয় সূত্রে খবর, মূল অভিযুক্ত দুর্গাপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে পড়ে। এলাকার কাউন্সিলর এই নিয়ে কোনও মন্তব্যই করতে চাননি। তবে এলাকার বাসিন্দাদের একাংশ বলেছেন, এলাকায় তৃণমূলের দলীয় অনুষ্ঠানে কাজ করতেন তিনি।

Suvendu Adhikari: ক্ষমতায় এলে পার্কস্ট্রিট-কামদুনি কেস রিওপেন হবে, আশ্বাস শুভেন্দুর
শুভেন্দু অধিকারীImage Credit source: PTI

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 18, 2025 | 10:06 PM

দুর্গাপুর: বিজেপি ক্ষমতায় এলে পার্কস্ট্রিট কামদুনি কাণ্ডের ফাইল আবারও খুলবে। অর্থাৎ রিওপেন হবে। আশ্বাস দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুর্গাপুরে কালীপুজোর উদ্বোধনের পর শুভেন্দু অধিকারীর মন্তব্য, তৃণমূলের ঘনিষ্ঠ বলেই অভিযুক্তদের বাঁচাচ্ছে রাজ্য সরকার।

কী বলেছেন শুভেন্দু?
রাজ্য সরকারের যে কাজ ছিল, হসপিটালে মেয়েটাকে আটকে রেখে পুলিশকে দিয়ে ১৬৪ এর গল্প ফেঁদে গণধর্ষণকে ধর্ষণে পরিণত করা। গণর্ধষণে অভিযুক্তদের সুরক্ষিত করা। কারণ, তাঁরা তৃণমূলের ঘনিষ্ঠ।” এরপর এক অভিযুক্তের নাম তুলে তিনি বলেন, “ওই ছেলেটি দুর্গাপুর পৌরনিগমের অস্থায়ী কর্মচারী। ও এবং ওর বাবা তৃণমূলের পদাধিকারীও বটে। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন না করলে কোনও বাড়ি সুরক্ষিত নয়।

এপ্রিল মাসে নতুন সরকার তৈরি হতে চলেছে। বিজেপিকে আপনারা ক্ষমতায় আনুন। বিজেপি প্রত্যেকটা নারী ঘটিত যে কেস ঘটেছে,কামদুনী পার্কস্ট্রিট থেকে শুরু করে দুর্গাপুর পর্যন্ত মামলা রিওপেন করে বিচার দেব। ধর্ষকরা যেখানেই থাকুক। খুঁজে বের করে ফাঁসিতে ঝোলাব।”

উল্লেখ্য, এর আগেই দুর্গাপুর-কাণ্ডে অভিযুক্তদের বিষয়ে মন্তব্য করতে গিয়েও শুভেন্দু একই কথা বলেছিলেন। স্থানীয় সূত্রে খবর, মূল অভিযুক্ত দুর্গাপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে পড়ে। এলাকার কাউন্সিলর এই নিয়ে কোনও মন্তব্যই করতে চাননি। তবে এলাকার বাসিন্দাদের একাংশ বলেছেন, এলাকায় তৃণমূলের দলীয় অনুষ্ঠানে কাজ করতেন তিনি। নেতৃত্ব না দিলেও কর্মী হিসাবে থাকতেন। অপরদিকে, যে অভিযোগ উঠছে যে অভিযুক্ত দুর্গাপুর পুরসভায় কাজ করেন, সেই প্রসঙ্গে পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য রাখি তিওয়ারী বলেছিলেন, “যে ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা করছি। যে দোষী তার সাজা চাইছি।” তিনি এও বলেন, “বিদ্যুৎ দফতরে যে ঠিকাদার সংস্থা কাজ করে তাদের কর্মী ছিলেন। সরাসরি যুক্ত নন।”