Suvendu-Kunal: ‘জয় শ্রীরাম’ নিয়ে রাজ্যকে খোঁচা শুভেন্দুর, পাল্টা দিলেন কুণালও

Suvendu-Kunal: সভামঞ্চ থেকে বক্তব্য রাখার সময় বিজেপি শাসিত উত্তর প্রদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইস্যুতে তুলনা টানলেন শুভেন্দু অধিকারী।

Suvendu-Kunal: জয় শ্রীরাম নিয়ে রাজ্যকে খোঁচা শুভেন্দুর, পাল্টা দিলেন কুণালও
আসানসোলে শুভেন্দু অধিকারী (নিজস্ব চিত্র)

| Edited By: Soumya Saha

Dec 14, 2022 | 9:16 PM

আসানসোল: বুধবার আসানসোলে (Asansol) শিবচর্চা অনুষ্ঠানে এসেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অনুষ্ঠানটি ছিল আসানসোল পুরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণডাঙাল এলাকায়। এই ওয়ার্ডটি জিতেন্দ্র তেওয়ারির স্ত্রী চৈতালি তেওয়ারির। সেখানে সভামঞ্চ থেকে বক্তব্য রাখার সময় বিজেপি শাসিত উত্তর প্রদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইস্যুতে তুলনা টানলেন শুভেন্দু অধিকারী। বললেন, “যোগী আদিত্যনাথ উত্তর প্রদেশের ভোল বদলে দিয়েছেন। এলাহাবাদের নাম প্রয়াগরাজ করে দিয়েছেন। আমাদের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছেন যোগী আদিত্যনাথ। আর বাংলায় কী হচ্ছে? জয় শ্রীরাম গালি? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কী বলেছিলেন? জয় শ্রীরাম নাকি গালি।”

আর এই নিয়েই কড়া ভাষায় আক্রমণ করেছেন তৃণমূল মুখপাত্র তথা শাসক দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। শুভেন্দু জয় শ্রীরাম নিয়ে শাসক দলের অবস্থান প্রসঙ্গে যে দাবি করেছেন, তা নস্যাৎ করে দিয়েছেন তৃণমূল মুখপাত্র। কুণাল বলেন, “মিথ্যা কথা বলা হচ্ছে। বাজে কথা বলা হচ্ছে। সবকিছুর একটি সীমা আছে। বিজেপির মুখে জয় শ্রীরাম, আর বাঁদরের হাতে তরোবারি হল সমান। রাম ভগবান… যাঁরা মানেন, ভক্তি করেন। এটি একটি ধর্মীয় স্লোগান। তার সঙ্গে রাজনীতি কোথায়? রাজনীতি হল রুটি-কাপড়-বাসস্থানের লড়াই। একটি নীতির সঙ্গে অন্য নীতির লড়াই। তার সঙ্গে ঈশ্বরকে নিয়ে এসে ধর্মান্ধতা তৈরি করে কেন রাজনীতি হবে? রামকে সবাই শ্রদ্ধা করেন। ধর্ম নিয়ে ফাজলামিগুলি বন্ধ করুন। এই নাটক চলতে পারে না।”

উল্লেখ্য, এদিন আসানসোলের সভা থেকে ভারতীয় সংস্কৃতির কথা বোঝাতে গিয়ে স্বামী বিবেকানন্দের উক্তির কথাও তুলে ধরেন শুভেন্দু অধিকারী। দেশপ্রেম, রাষ্ট্রবাদ ও মানবসেবার কথাও এদিন তুলে ধরেন বিরোধী দলনেতা।

প্রসঙ্গত, রাজ্য রাজনীতিতে বিশেষ করে বিজেপির সঙ্গে জয় শ্রীরাম স্লোগানটি ভীষণভাবে জড়িয়ে রয়েছে। অতীতে বিজেপির মুখে জয় শ্রীরাম নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। বলেছিলেন, জয় শ্রীরাম স্লোগান ভাল। কিন্তু বিজেপি যেভাবে সেটিকে ব্যবহার করছে, তাতে আপত্তির কথা জানিয়েছিলেন মমতা।