Durgapur: জ্বর-পেটে ব্যথা নিয়ে ভর্তি, এক রাতেই সব শেষ! কিশোরের মৃত্যুতে ধুন্ধুমার হাসপাতালে
Durgapur: রাহুলের পরিবারের অভিযোগ, হাসপাতালের চিকিৎসকরা তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেছে এবং চিকিৎসকরা ভুল চিকিৎসা করেছেন। তদন্তের দাবিতে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনেই শুরু হয় বিক্ষোভ।
দুর্গাপুর: এক কিশোরের মৃত্যুতে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে বিক্ষোভ মৃতের পরিবারের সদস্যদের। ঘটনাকে ঘিরে উত্তপ্ত দুর্গাপুর মহকুমা হাসপাতাল। দুর্গাপুরের নিউটাউনশিপ থানার পুলিশ হাসপাতালে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম রাহুল পাল বয়স (১৮ )। তাঁর বাড়ি দুর্গাপুরের গোপালপুরে।
জ্বর এবং পেটে ব্যথা নিয়ে সোমবার সকালে দুর্গাপুর মহকুমা হাসপাতলে ভর্তি হয় গোপালপুরের বছর আঠেরোর রাহুল পাল। সোমবার রাতে অবস্থার অবনতি হলে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। আর মঙ্গলবার সকাল ন’টার পরে রাহুলের মৃত্যু হয়েছে বলে হাসপাতালে তরফ থেকে জানানো হয়েছে। তারপরেই ক্ষোভে ফেটে পড়ে রাহুলের আত্মীয় পরিজনরা। দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপারকে ঘিরে বিক্ষোভ শুরু করে দেয়। ছড়িয়ে পড়ে ব্যাপক উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে পৌঁছয় নিউটাউনশিপ থানার বিশাল বাহিনী এবং কমব্যাট ফোর্স।
রাহুলের পরিবারের অভিযোগ, হাসপাতালের চিকিৎসকরা তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেছে এবং চিকিৎসকরা ভুল চিকিৎসা করেছেন। তদন্তের দাবিতে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনেই শুরু হয় বিক্ষোভ।
পরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মৃতের পরিবারের লোকজন। দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার চিকিৎসক ধীমান মণ্ডল জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। যদি কেউ দোষী সাব্যস্ত হয়, তবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।