CPM Leader Attacked: CPM নেতার বুকে-হাতে এলোপাথাড়ি গুলি, সন্ত্রস্ত অণ্ডালে কাঠগড়ায় তৃণমূল
CPM Leader Attack: মঙ্গলবার আহতকে হাসপাতালে দেখতে যান আসানসোলের প্রাক্তন সাংসদ সিপিআইএম নেতা বংশগোপাল চৌধুরী সহ অন্যান্য সিপিআইএম নেতা কর্মীরা। স্থানীয় সিপিআইএম নেতা প্রবীর মণ্ডল জানিয়েছেন, বুদ্ধদেব সরকার ভাল সংগঠক। এই এলাকায় সিপিআইএমের সংগঠন মজবুত করার চেষ্টা করছিলেন তিনি।
অণ্ডাল: সোমবার রাত্রিবেলা চলল গুলি চলল পশ্চিম বর্ধমানের অণ্ডালে। পঞ্চায়েত সচিব বুদ্ধদেব সরকার তথা বাম নেতাকে লক্ষ্য় করে তিন রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। গুরুতর জখম অবস্থায় বর্তমানে তিনি ভর্তি রয়েছেন দুর্গাপুরের গান্ধী মোড় এলাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এ দিন, হাসপাতালে তাঁকে দেখতে যান আসানসোলের প্রাক্তন সাংসদ সিপিআইএম নেতা বংশগোপাল চৌধুরী সহ অন্যান্য সিপিআইএম নেতা কর্মীরা। সিপিএম নেতাদের দাবি, প্রাণঘাতী হামলার পিছনে দায়ী তৃণমূল। যদিও অভিযোগ উড়িয়েছে শাসকদল।
জানা গিয়েছে, গতকাল রাত্রি পৌনে আটটা নাগাদ বুদ্ধদেব সরকারকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। তাঁর বা হাতে একটি গুলি লাগে। অপর গুলিটি লাগে তাঁর বুকে। বাকি দুটি গুলি লাগে বুদ্ধদেববাবুর স্করপিও গাড়িতে। এছাড়া একটি গুলি লাগে চালকের উল্টোদিকের গেটে ও একটি গুলি লাগে দুটি জানালার মধ্যে। গুলি চালানোর পর সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। বর্তমানে দুর্গাপুরের গান্ধী মোড় এলাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
মঙ্গলবার আহতকে হাসপাতালে দেখতে যান আসানসোলের প্রাক্তন সাংসদ সিপিআইএম নেতা বংশগোপাল চৌধুরী সহ অন্যান্য সিপিআইএম নেতা কর্মীরা। স্থানীয় সিপিআইএম নেতা প্রবীর মণ্ডল জানিয়েছেন, বুদ্ধদেব সরকার ভাল সংগঠক। এই এলাকায় সিপিআইএমের সংগঠন মজবুত করার চেষ্টা করছিলেন তিনি। তাই তাঁকে সরাতেই শাসক দলের দুষ্কৃতীরা এই কাজ করেছে।” অপরদিকে, বুদ্ধদেববাবুর পরিবারের দাবি, সিপিআইএম করার জন্যই তাঁর উপর পরিকল্পনা করে হামলা চালায় দুষ্কৃতীরা। খুন করার উদ্দেশ্যেই এই হামলা বলে অভিযোগ পরিবারের সদস্যদের।
মঙ্গলবার সকালে এলাকায় বিক্ষোভ মিছিল করে সিপিআইএম। পশ্চিম বর্ধমানের আসানসোল সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র জীতেন চট্টোপাধ্যায় জানিয়েছেন রাজ্য দুষ্কৃতীদের মুক্তাঞ্চল। তবে জেলা তৃণমূলের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় জানিয়েছেন, “এই ঘটনার সঙ্গে জড়িত নয় তৃণমূল। সিপিআইএম দুই গোষ্ঠীর মধ্যে ক্ষমতার দখল নিয়ে এই ঘটনা ঘটেছে। পুলিশি তদন্তে প্রকৃত সত্য সামনে আসবে।” ঘটনার তদন্ত শুরু করেছে অণ্ডাল থানার পুলিশ।
উল্লেখ্য, বুদ্ধদেব সরকার পশ্চিম বর্ধমানের অণ্ডালের খান্দরা এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি রানিগঞ্জের বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট (সচিব)হিসাবে কর্মরত। একই সঙ্গে তিনি এলাকায় সিপিএম কর্মী হিসাবে পরিচিত।