বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর. পাল্টা তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজি! উত্তপ্ত জামুড়িয়া

নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই দফায় দফায় উত্তপ্ত আসানসোল (Assansol)।

বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর. পাল্টা তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজি! উত্তপ্ত জামুড়িয়া
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: May 03, 2021 | 1:56 PM

আসানসোল: নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই দফায় দফায় উত্তপ্ত আসানসোল (Assansol)। জামুড়িয়ায় (Jamuria) বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

জামুড়িয়ার বাজার এলাকায় বিজেপি নেতা রানা বন্দ্যোপাধ্যায় ও নিরঞ্জন সিংহের বাড়িতে রবিবার রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পাথর ছোঁড়ে বলে অভিযোগ। বিজয় মিছিল থেকে তৃণমূল কর্মীরা পাথর ছুঁড়ে তাণ্ডব চালায় বলে অভিযোগ। চলে বাড়ি, গাড়িতে ভাঙচুরও। যদিও ঘটনার কথা অস্বীকার করেছে জামুরিয়া এক নম্বর তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

এদিকে, জামুড়িয়ায় তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি হয় বলেও অভিযোগ। তির বিজেপির দিকে। জামুড়িয়ায় তৃণমূলের জয় হলেও দলীয় কর্মীর বাড়িতেই হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। তালতোড়ের তৃণমূল কর্মী পরেশ মাজির বাড়িতে বোমাবাজি হয় বলে অভিযোগ। বোমবাজিতে পরেশ মাজির বাড়ির টালির চাল ভেঙে যায়। তাঁর দুই ছেলেও আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

আরও পড়ুন:  বাঁশ দিয়ে পিটিয়ে খুন তৃণমূল কর্মীকে, উত্তপ্ত বর্ধমান

নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই গোটা রাজ্য জুড়ে যুযুধান প্রতিপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটছে। কোথাও কোথাও খুনের অভিযোগও উঠছে। পরিস্থিতি সামাল দিতে তৎপর প্রশাসন।