Asansol-Train: আসানসোল ডিভিশনে ভয়ঙ্কর ঘটন, প্রবল গতিতে ট্রেন এসে সোজা ধাক্কা মারল ট্রাকে, মুহূর্তে ছিটকে পড়ল সব
Train Accident: বৃহস্পতিবার সকালের ব্যস্ত সময়ে এই দুর্ঘটনা ঘটে। স্বাভাবিকভাবেই স্টেশনে প্রবল ভিড় ছিল। গেটম্যান পঙ্কজ কুমারের দাবি, অতিরিক্ত ট্রাফিকের কারণে ট্রেনের সিগন্যাল দেওয়া হয়নি। তা সত্ত্বেও ডাউন লাইনে গোন্ডা-আসানসোল এক্সপ্রেস চলে আসে। লেভেল ক্রসিংয়ে ট্রাকটিকে প্রবল জোরে ধাক্কা মারে ওই ট্রেন।

আসানসোল: প্রবল গতিতে ছুটে আসছে ট্রেন। রেলগেটের কাছে দাঁড়িয়ে ট্রাক সহ একাধিক গাড়ি। প্রবল ভিড়। এরই মধ্যে বৃহস্পতিবার সকালের ব্যস্ত সময়ে ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। ভিডিয়োতে দেখা যাচ্ছে, ওই ট্রেন সজোরে ধাক্কা মারে ট্রাকটির গায়ে। পাশে ছিল ছোট গাড়ি ও একাধিক বাইক। ট্রাকের পাশাপাশি ওই ঘটনায় ট্রেনের ইঞ্জিনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
আসানসোল রেলওয়ে ডিভিশনের অন্তর্গত ঝাড়খন্ডের জসিডিহ ও মধুপুরের মাঝে রেলগেটে এই দুর্ঘটনা ঘটে বৃহস্পতিবার সকালে।
আসানসোল ডিভিশনের রোহিণী-নাওয়াডিহি রেলগেটে দুর্ঘটনা ঘটে। ১৩৫১০ গোন্ডা-আসানসোল এক্সপ্রেস এদিন একটি চাল বোঝাই ট্রাককে ধাক্কা মারে। এই ঘটনায় ট্রাকটি যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনই ট্রেনের ইঞ্জিনটিও ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ডাউন এবং আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
ঘটনাটি ঘটেছে এদিন সকাল ১০টা নাগাদ। তবে সকাল ১১টা নাগাদ আপ লাইনটি চালু করা সম্ভব হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, ওই সময় ওই রেলগেটে প্রচুর ভিড় ছিল। সেই সময় চাল বোঝাই ট্রাকটি রেললাইন পারাপার হচ্ছিল।
সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেন ও ট্রাকের সংঘর্ষের সময় পাশে থাকা দুটি মোটরসাইকেলও ট্রাকের নীচে চলে যায়। তবে স্বস্তির বিষয় এই যে, মোটরসাইকেল আরোহীরা সময় মতো সেখান থেকে সরে যাওয়ায় প্রাণে বেঁচে যান। গেটম্যান পঙ্কজ কুমারের দাবি, অতিরিক্ত ট্রাফিকের কারণে ট্রেনের সিগন্যাল দেওয়া হয়নি। তা সত্ত্বেও ডাউন লাইনে গোন্ডা-আসানসোল এক্সপ্রেস চলে আসে। লেভেল ক্রসিংয়ে ট্রাকটিকে প্রবল জোরে ধাক্কা মারে ওই ট্রেন।
এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি, ট্রেনের গতি যদি আরও বেশি হত, তবে প্রাণহানি ও সম্পত্তির বড় ধরনের ক্ষতি হতে পারত। ঘটনার খবর পেয়ে রেলের উচ্চপদস্থ আধিকারিকসহ রেল সুরক্ষা বাহিনী (RPF) ঘটনাস্থলে পৌঁছয়। পরে ওই রুটে রেল চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হয়।
