TMC: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত দুর্গাপুরের অন্ডাল, ব্যাপক ভাঙচুর দলীয় কার্যালয়ে

TV9 Bangla Digital | Edited By: সঞ্জয় পাইকার

Sep 10, 2022 | 12:04 AM

TMC: অন্ডালের খাস কাজোড়ায় সদ্য নিযুক্ত অন্ডাল ব্লক তৃণমূল সভাপতি কালবরণ মন্ডলকে সম্বর্ধনা দেওয়ার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখান থেকেই ঘটনার সূত্রপাত শুক্রবার সন্ধ্যায়।

TMC: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত দুর্গাপুরের অন্ডাল, ব্যাপক ভাঙচুর দলীয় কার্যালয়ে
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত অন্ডাল

Follow Us

দুর্গাপুর: বছর ঘুরতেই পঞ্চায়েত ভোট (Panchayat Election)। এদিকে তার আগে একাধিক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত শাসকদল তৃণমূলের কংগ্রেসের (Trinamool Congress) একাধিক মন্ত্রী থেকে নেতা। অন্যদিকে রাজ্যের নানা প্রান্ত থেকে প্রায়শই শোনা যাচ্ছে দলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বের কথা। এরমধ্যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে জোর গলায় দাবি করেছিলেন তৃণমূলের (TMC) নিজেদের মধ্যে কোনও দ্বন্দ্ব নেই। এরইমধ্যে শুক্রবার দুর্গাপুরের অন্ডালের খাস কাজোড়াতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হল গোটা এলাকা। ভাঙচুর চলল দলীয় কার্যালয়ে। ভাঙচুরের অভিযোগ উঠেছে অন্ডাল ব্লক তৃণমূল সভাপতি কালবরণ মন্ডল ও তার অনুগামীদের বিরুদ্ধে। এ ঘটনাতেই অস্বস্তি বেড়েছে ঘাসফুল শিবিরের। 

সূত্রের খবর, ঘটনার সূত্রপাত শুক্রবার সন্ধ্যায়। অন্ডালের খাস কাজোড়ায় সদ্য নিযুক্ত অন্ডাল ব্লক তৃণমূল সভাপতি কালবরণ মণ্ডলকে সম্বর্ধনা দেওয়ার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অভিযোগ দলের ব্লকের সহ সভাপতি মলয় চক্রবর্তী ও তার অনুগামীদের সেই সম্বর্ধনা সভায় ডাকা হয়নি। এই নিয়েই দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায়। অভিযোগ দু-এক কথা হতে হতে আচমকা তৃণমূল কর্মীদের একাংশ অন্ডালের খাস কাজোড়া কার্যালয়ে ভাঙচুর শুরু করতে শুরু করে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে অন্ডাল থানার পুলিশ, সামাল দেওয়ার চেষ্টা করে দুই পক্ষকে।

তৃণমূল কংগ্রেসের অন্ডাল ব্লকের সহ সভাপতি মলয় চক্রবর্তীর অভিযোগ ব্লক সভাপতি কালবরণ মণ্ডল নিজে দাঁড়িয়ে থেকে দলীয় কার্যালয়ে ভাঙচুরে মদত দিয়েছে। তবে ব্লক তৃণমূলের সহ সভাপতি মলয় চক্রবর্তীর আনা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন কালবরণ। ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে মলয় বলেন, “পার্টি অফিসে কিছু দুষ্কৃতি এসে আজ পার্টি অফিসে হামলা চালায়। কালবরণ মণ্ডল, “কৌশিক মণ্ডল এরা আমার অফিসের বাইরে দাঁড়িয়ে থেকে এটা করেছি। বুঝতে পারছি না কিসের রাগ।” অন্যদিকে কালবরণ মণ্ডল বলেন, “আমাদেরই দলের কিছু উশৃঙ্খল ছেলে গিয়ে আজ অনুষ্ঠান বানচাল করার চেষ্টা করে। তারা বলছে মলয় চক্রবর্তীকে ডাকা হয়নি। সে কারণেই নাকি এই ঝামেলা ওরা পাকিয়েছে।”

Next Article