মিছিল থেকে সোজা মন্ত্রীর বাড়িতে ঢুকে গিয়েছিল ভিকি? সামনে এল চাঞ্চল্যকর তথ্য
Moloy Ghatak: এদিকে, অভিযুক্ত ভিকি ক্যাওড়া, যে এলাকায় থাকেন সেখানকার বাসিন্দারা দাবি করেছেন, সম্প্রতি ভিকির বাবা মারা গিয়েছে। তারপর থেকে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে ওই যুবক। যুবকের মা, আত্মীয়রা দাবি করেছেন, ভিকি কয়েকদিন আগে বাড়ির আসবাব জ্বালিয়ে দিয়েছে।
আসানসোল: আইন মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে হামলার ঘটনা। এর পিছনে রাজনৈতিক চক্রান্ত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন খোদ রাজ্যের মন্ত্রী। তবে সবটাই তদন্ত সাপেক্ষ। পুলিশ তদন্ত করছে। শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানালেন আইনমন্ত্রী। গতকালের ঘটনার পর নিরাপত্তা বাড়ানো হল রাজ্যের মন্ত্রীর বাড়িতে।
বুধবার আসানসোলের আপকার গার্ডেনে মন্ত্রীর বাড়িতে চড়াও হয় ভিকি ক্যাওড়া নামে এক যুবক। পুলিশি প্রহরা এড়িয়ে মলয়ের বাড়িতে থান ইট নিয়ে ঢুকে পড়েছিল ওই যুবক। মন্ত্রীর বাড়ির টেবিলের কাচ ভেঙে দেয়। এই ঘটনায় অভিযুক্ত ভিকিকে আগেই গ্রেফতার করেছিল আসানসোল দক্ষিণ থানার পুলিশ। ধৃতকে বৃহস্পতিবার আসানসোল আদালতে পেশ করা হয়। অন্যদিকে, বৃহস্পতিবার আসানসোল বাসভবনে এসে পৌঁছন মলয়। তিনি বলেন, “বুধবার আমি ছিলাম না। তবে সবটাই শুনেছি। পুলিশের তদন্তের উপর ভরসা রয়েছে। রাজনৈতিক চক্রান্ত থাকতে পারে। তদন্ত হচ্ছে, সবদিক খোলা রেখেই।”
এদিকে, অভিযুক্ত ভিকি ক্যাওড়া, যে এলাকায় থাকেন সেখানকার বাসিন্দারা দাবি করেছেন, সম্প্রতি ভিকির বাবা মারা গিয়েছে। তারপর থেকে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে ওই যুবক। যুবকের মা, আত্মীয়রা দাবি করেছেন, ভিকি কয়েকদিন আগে বাড়ির আসবাব জ্বালিয়ে দিয়েছে। বাড়ির কুকুর মারা যাওয়ার পর শ্রাদ্ধশান্তি করেছে। মাথা ন্যাড়া করেছে। বুধবার ওই এলাকায় একটি রাম মন্দির প্রতিষ্ঠার মিছিল ছিল। সেই মিছিলে নাচ করছিল সে। তারপরেই দেখা যায় মিছিলে নেই । সেখান থেকে মলয় ঘটকের বাড়িতে ঢুকে যায়। এমনটাই দাবি অভিযুক্তর আত্মীয় পরিজনদের।
অন্যদিকে এই ঘটনার পর বিজেপির দাবি, রাজ্য পুলিশের গাফিলতিতেই এমনটা হয়েছে। নিরাপত্তার গাফিলতিতেই এই ঘটনা। রাজ্যের পুলিশ নিজেদের মন্ত্রীর নিরাপত্তা দিতে পারে না সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় ? প্রশ্ন বিরোধী দলের।