
বর্ধমান : কমলা সতর্কতা ছিল রবিবার। সোমবার জারি হল হলুদ সতর্কতা। ফের জল ছাড়ল ডিভিসি। সোমবার রাত পর্যন্ত ১ লক্ষ ১০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। মাইথন জলাধার থেকে ৩৫ হাজার এবং পাঞ্চেত জলাধার থেকে ৭৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। ডিভিসি সূত্রে খবর ঝাড়খণ্ডে অতিভারী বৃষ্টির কারণে এই জল ছাড়া হয়েছে। মাইথন ও পাঞ্চেত মিলিয়ে মোট জল ছাড়া হয়েছে ২ লক্ষ ৪০ হাজার কিউসেক। ঝাড়খণ্ডে অতি বৃষ্টি হলে জল ছাড়া অব্যাহত রাখবে ডিভিসি।
ডিভিসির ছাড়া জলে ঘুম উড়েছে পূর্ব বর্ধমানের দামোদর সংলগ্ন এলাকার মানুষজনের। জল আরও বাড়লে প্লাবনের আশঙ্কায় শঙ্কিত নিম্ন দামোদর বিস্তীর্ণ অঞ্চলের অধিবাসীরা। ডিভিডি থেকে দফায় দফায় জল ছাড়ার পরিমাণ বাড়ছে। স্বাভাবিকভাবেই আতঙ্ক বাড়ছে নদী বাঁধ সংলগ্ন এলাকায়। জল ছাড়ার পরিমাণ আরও বাড়লে জেলার রায়না ও জামালপুরের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন এলাকার মানুষজন।
বন্যা পরিস্থিতি তৈরি হলে তাঁরা কীভাবে সামলাবেন বুঝে উঠতে পারছেন না নদী তীরবর্তী এলাকার মানুষজন। পরিস্থিতির উপর নজর রাখতে জেলা প্রশাসনের তরফে একদফা বৈঠকও করা হয়েছে। জেলাশাসক পূর্ণেন্দু মাঝির নেতৃত্বে জেলার সমস্ত বিডিওদের নিয়ে বৈঠক করা হয় সোমবার। পাশাপাশি সেচ দফতরকে পরিস্থিতির উপর নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।