Asansol By-Election: ‘দাদা’ উডবার্নে, ‘ভাইয়েরা’ গুড় বাতাসা, নকুলদানা নিয়ে ভোট ময়দানে

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Apr 12, 2022 | 2:28 PM

By Election: স্থানীয় তৃণমূল নেতার কথায়, "কেষ্টদা দায়িত্বে ছিলেন। বীরভূমে একটা প্রচলন রয়েছে মানুষকে নকুলদানা, গুড় বাতাসা দিয়ে সেবা করার।

Asansol By-Election: দাদা উডবার্নে, ভাইয়েরা গুড় বাতাসা, নকুলদানা নিয়ে ভোট ময়দানে
আসানসোলের ভোটে গুড় বাতাসা। নিজস্ব চিত্র।

Follow Us

পশ্চিম বর্ধমান: ‘দাদা’ অসুস্থ। গরুপাচারকাণ্ডে সিবিআই ডাকার পরপরই শ্বাসের কষ্ট, শরীরে অস্বস্তি, আরও কিছু উপসর্গ নিয়ে এসএসকেএমের উডবার্নে গিয়ে ভর্তি হন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। এদিকে আসানসোল লোকসভা উপনির্বাচনে (Asansol ) অনুব্রতকে নির্বাচনী দায়িত্ব দেওয়া হয়েছে। অনুব্রত থাকতে না পারলেও তাঁর অনুগামীরা সকাল থেকেই রাস্তায়। হাতে গুড় বাতাসা, নকুলদানার থালা। সঙ্গে জলের বোতল। আসানসোল লোকসভা কেন্দ্রের জামুড়িয়া অবিনাশ প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রের বাইরে দেখা গেল তাঁদের।

স্থানীয় তৃণমূল নেতার কথায়, “কেষ্টদা দায়িত্বে ছিলেন। বীরভূমে একটা প্রচলন রয়েছে মানুষকে নকুলদানা, গুড় বাতাসা দিয়ে সেবা করার। সেটা আমরা করছি। মানুষ এই গরমে ভোট দিতে আসছেন। সেই কারণে আমরা জলের বোতল রেখেছি। সঙ্গে গুড়ের বাতাসা রেখেছি। দাদা হাসপাতালে ভর্তি ঠিকই। তবে দাদা যা কাজ করেন, সেটা আমরা করব। দাদা আমাদের এখানে পর্যবেক্ষক। এটুকু তো করবই।” প্রশ্ন উঠছে, ভোটারদের প্রভাবিত করতেই কি এভাবে গুড় বাতাসার থালা এগিয়ে দেওয়া? শুনেই হেসে উঠলেন তৃণমূল নেতা। বললেন, “এতে প্রভাবিত করার কিছুই নেই। ভোট তো এমনিই মানুষ দেবেন। দিদির যা উন্নয়ন বাংলায়, তার ভিত্তিতেই মানুষ ভোট দেবেন। স্বাস্থ্যসাথী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজসাথী, খাদ্যসাথী উন্নয়নের কোথাও কোনও খামতি নেই।”

শুধু গুড় বাতাসা নয়, তৃণমূলের বিরুদ্ধে সরবত বিলি করার অভিযোগও উঠেছে। তা জামুড়িয়ায়। জামুড়িয়ার মডার্ন সাতগ্রাম কমিউনিটি হলের বাইরে তৃণমূল-বিজেপির মধ্যে হাতাহাতির অভিযোগ ওঠে এদিন। একইসঙ্গে অভিযোগ, তৃণমূলের অস্থায়ী ক্যাম্প ভেঙে দেয় কেন্দ্রীয়বাহিনী। জামুড়িয়া বিধানসভার ৩২ নম্বর ওয়ার্ডের মডার্ন সাতগ্রাম কমিউনিটি হলে ১৫৫ ও ১৫৬ বুথের বাইরে ভোটারদেরকে সরবত খাইয়ে প্রভাবিত করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি সমর্থকরা প্রতিবাদ করতে গেলে তৃণমূলের সঙ্গে হাতাহাতিও হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে সেখানে পৌঁছয় কেন্দ্রীয়বাহিনী। এরপরই বাহিনী শাসকদলের অস্থায়ী ক্যাম্প ভেঙে দেয় বলে অভিযোগ। একইসঙ্গে লাঠি উঁচিয়ে তাড়া করে তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের।

আরও পড়ুন: By-Election 2022 Voting Live Updates: কড়া নিরাপত্তায় আজ বালিগঞ্জ, আসানসোলে উপনির্বাচন

Next Article