Shatrughna Sinha: ভোটের পর তো ওরাই নিখোঁজ, ‘লাপাতা’ পোস্টার বিতর্কে মুখ খুললেন শত্রুঘ্ন সিনহা

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Oct 30, 2022 | 8:22 PM

Asansol News: আসানসোলের ছটঘাটে দাঁড়িয়ে শত্রুঘ্ন সিনহা বলেন, "আসানসোলের মানুষ যাঁদের লাপাতা করে দিয়েছে তাঁরা দিচ্ছে লাপাতার পোস্টার। ভোটের পর হেরে যারা নিজেরাই লাপাতা হয়ে গেছে তাঁরা আমাকে লাপাতা করার কথা ভাবছে।"

Shatrughna Sinha: ভোটের পর তো ওরাই নিখোঁজ, লাপাতা পোস্টার বিতর্কে মুখ খুললেন শত্রুঘ্ন সিনহা
তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা।

Follow Us

পশ্চিম বর্ধমান (আসানসোল): সম্প্রতি কুলটিতে পোস্টার পড়েছিল, এলাকার সাংসদ ‘নিখোঁজ’। রবিবার সশরীরে ছটঘাটে উপস্থিত থেকে তারই জবাব দিলেন আসানসোলের (Asansol) তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughna Sinha)। বিজেপিকে আক্রমণ শানিয়ে ‘বিহারীবাবু’কে বলতে শোনা গেল, ভোটে হারার পর যারা নিজেরাই ‘লাপাতা’ হয়ে গিয়েছে, তারা আবার এসব পোস্টার দিচ্ছে। একইসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্যেরও কড়া প্রতিক্রিয়া দেন তিনি।

আসানসোলের ছটঘাটে দাঁড়িয়ে শত্রুঘ্ন সিনহা বলেন, “আসানসোলের মানুষ যাঁদের লাপাতা করে দিয়েছে তাঁরা দিচ্ছে লাপাতার পোস্টার। ভোটের পর হেরে যারা নিজেরাই লাপাতা হয়ে গেছে তাঁরা আমাকে লাপাতা করার কথা ভাবছে।” এদিন আসানসোল উত্তরের ছটঘাটগুলি ঘুরে দেখেন শত্রুঘ্ন। আসানসোলের তৃণমূল সাংসদ বলেন, “এখানকার মানুষের ছট নিয়ে ভক্তি ও উন্মাদনা দেখে মনে হচ্ছে পটনায় চলে এসেছি। আমার মা ৬৫ বছর বয়স পর্যন্ত ছটের ব্রত রাখতেন। আমাদের পটনায় পরব হয়। আমাদের বাড়িতে পরব হয়। আসানসোলে এসে মনে হচ্ছে নিজের বাড়িতে চলে এসেছি। আমি অভিভূত। আমার চোখে জল চলে এল।”

ছট পুজোর আগে পোস্টার রাজনীতি নিয়ে সরগরম ছিল আসানসোল। আসানসোলের কুলটিতে ‘বিহারীবাবু লাপাতা’ পোস্টার দেখা গিয়েছিল। পোস্টারে দাবি করা হয়েছিল বিহারীবাবুর খোঁজ নেই ছট পুজোয়। পোস্টারের নীচে লেখা ছিল আসানসোলের বিহারী জনতা।

শত্রুঘ্ন সিনহা এদিন এই পোস্টারের পিছনে বিজেপিকে দায়ী করে বলেন, “২০০ টাকার পোস্টার ছাপিয়ে আমাকে যাঁরা লাপাতা করতে চাইছে তাঁরা নিজেরাই লাপাতা হয়ে গিয়েছেন ভোটের পর। আসানসোল কেন্দ্রে বিজেপি ২ লক্ষ ভোটে জিতেছিল। আমি ৩ লক্ষ ভোটে জিতেছি। রেকর্ড ভোটে হারার পর বিজেপি এখন পোস্টার রাজনীতি করছে। ওরা আগেও এসব করেছে।”

রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার কিছুদিন আগেই বলেছিলেন, খুব দ্রুত শত্রুঘ্ন সিনহা বাংলা থেকেও ‘লাপাতা’ হয়ে যাবেন। এদিন শত্রুঘ্ন সিনহা তারও জবাব দেন। বলেন, “উনি কি আমার বিয়ে করাতে চাইছেন? কোথায় লাপাতা করবেন উনি? উনি তো নিজেই এখন নিখোঁজ। অন্যকে নিখোঁজ করাতে চাইছেন। এখনও তো ওনাকে কেউ চেনেন না, জানেন না, কেউ মানেন না। আর যাঁকে বলছেন তিনি পাঁচবার সাংসদ হয়েছেন, দু’বার ক্যাবিনেট মিনিস্টার হয়েছেন, যিনি বিহারীবাবুর সঙ্গে বাঙালিবাবুও। যাঁকে মানুষ ভালোবাসেন, সম্মান করেন। যিনি রেকর্ড ভোটে জিতেছেন আসানসোলে থেকে। যা না অতীতে কখনও হয়েছে না ভবিষ্যতে হবে।”

Next Article