AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Voter Card Recover: আবর্জনার স্তূপ থেকে গুচ্ছ গুচ্ছ ভোটার কার্ড উদ্ধার, শোরগোল জামুড়িয়ায়

Asansol: বিজেপির অভিযোগ শুধুমাত্র ভোটের কাজে নয়, নির্বাচন কমিশনের লোগো লাগানো ওই ভোটার কার্ড ব্যবহার করে অনেক অনৈতিক কাজ করা যায়।

Voter Card Recover: আবর্জনার স্তূপ থেকে গুচ্ছ গুচ্ছ ভোটার কার্ড উদ্ধার, শোরগোল জামুড়িয়ায়
ভোটার কার্ড উদ্ধার আসানসোলে।
| Edited By: | Updated on: Dec 06, 2022 | 12:09 AM
Share

আসানসোল: আবর্জনার স্তূপ থেকে উদ্ধার হল একগুচ্ছ ভোটার কার্ড (Voter Card Recover)। একইসঙ্গে গাড়ির কাগজপত্রও উদ্ধার করা হয়েছে বলে সূত্রের খবর। পঞ্চায়েত ভোটের আগে জামুড়িয়ার নিঘা এরোড্রামের কাছে আবর্জনার স্তূপ থেকে এই ভোটার কার্ডগুলি ও গাড়ির কাগজপত্র উদ্ধার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়াতেই জামুড়িয়া থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে সেগুলি উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দা সত্যনারায়ণ মিশ্রের কথায়, এই নিয়ে দু’বার এরকম ঘটনা ঘটল। পঞ্চায়েত ভোটের আগে এত ভোটার কার্ড কোথা থেকে আসছে তার তদন্ত প্রয়োজন বলে সরব হন তিনি। ইতিমধ্যেই এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। জঙ্গলের ধারে আবর্জনার মধ্যে কীভাবে এতগুলি ভোটার কার্ড এল তা নিয়ে শোরগোল শুরু হয়েছে। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধীরা।

বিজেপির মণ্ডল সভাপতি ব্রিজমোহন পাসোয়ান এই ঘটনায় প্রশাসনের দিকে অভিযোগের আঙুল তোলেন। তিনি অভিযোগ করেন, শ্রীপুর ফাঁড়ি থেকে ১ কিলোমিটারের মধ্যে এরকম ঘটনা ঘটল। এর দায় প্রশাসনকে নিতে হবে বলেও দাবি করেন তিনি। অন্যদিকে কংগ্রেসের জেলা সম্পাদক মহম্মদ ফিরোজ খানের বক্তব্য, এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে, সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাও নেই।

বিজেপির অভিযোগ শুধুমাত্র ভোটের কাজে নয়, নির্বাচন কমিশনের লোগো লাগানো ওই ভোটার কার্ড ব্যবহার করে অনেক অনৈতিক কাজ করা যায়। যদিও তৃণমূলের বক্তব্য, পুলিশ তদন্ত করছে। কীভাবে ভোটার কার্ডগুলি এল তা খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, এই ভোটার কার্ডগুলি সবক’টিই পূর্ব বর্ধমানের। সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্রও পাওয়া গিয়েছে।