Asansol: রাস্তার মাঝে উদ্ধার যুবকের গলা কাটা দেহ, মহিলা কলিগকে গ্রেফতার করল পুলিশ
Asansol: কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ তদন্তে নেমে বুধবার বিকেলে অভিযুক্ত পাম্মি শর্মাকে নিয়ামতপুর ফাঁড়িতে ডেকে পাঠায়। এরপর দীর্ঘ জেরার পর অভিযুক্ত পাম্মি শর্মার কথায় অসঙ্গতি পাওয়ায় তাঁকে গ্রেফতার করেছে।

আসানসোল: রাস্তার মাঝে উদ্ধার যুবকের গলাকাটা দেহ। সেই ঘটনার তদন্তে উঠে এল সহকর্মীর যোগ। আসানসোল দুর্গাপুরের কুলটি থানার অন্তর্গত সীতারামপুর-এথোড়া রোডে গত ৪ জুন রাতে এক যুবকের গলাকাটা দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধার করে নিয়ে যায় কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। মৃত যুবকের নাম দেবজ্যোতি সিং(২৭)। তিনি জামুরিয়া থানার নিঘার বাসিন্দা।
এই ঘটনায় মৃত যুবকের পরিবারের তরফে নিয়ামতপুর ফাঁড়িতে অভিযোগ করা হয় দেবজ্যোতি সিং-এর সহকর্মী পাম্মি শর্মার(২৩) বিরুদ্ধে। পম্পি পুরুলিয়া জেলার পারবেলিয়ার বাসিন্দা। পাম্মি এই ঘটনায় যুক্ত বলে দাবি মৃত যুবকের পরিবারের।
কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ তদন্তে নেমে বুধবার বিকেলে অভিযুক্ত পাম্মি শর্মাকে নিয়ামতপুর ফাঁড়িতে ডেকে পাঠায়। এরপর দীর্ঘ জেরার পর অভিযুক্ত পাম্মি শর্মার কথায় অসঙ্গতি পাওয়ায় তাঁকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সকাল ১১টায় অভিযুক্ত পাম্মি শর্মাকে আসানসোল জেলা আদালতে পাঠানো হয়। তদন্ত সাপেক্ষে পুলিশ ১০ দিনের রিমান্ড চেয়েছে হয়েছে বলে জানা গিয়েছে।
