আচমকা বিকট শব্দে থেমে গেল বাস, কেউ মাটিতে, কারও মাথা জানলার কাচে

সায়নী জোয়ারদার | Edited By: সোমনাথ মিত্র

Dec 16, 2020 | 2:49 PM

আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঘাটাল ও দাসপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে এসে পৌঁছয় দাসপুর থানার পুলিস।

আচমকা বিকট শব্দে থেমে গেল বাস, কেউ মাটিতে, কারও মাথা জানলার কাচে
দুর্ঘটনাস্থলে জনতার ভিড়।

Follow Us

মেদিনীপুর: সাত সকালে দাসপুরে ভয়াবহ পথদুর্ঘটনা (Road Accident)। যাত্রীবাহী বাস ও ডাম্পারের ধাক্কায় আহত কমপক্ষে ১৫ জন। এরমধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার সকালে ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কে দাসপুর (Daspur) থানার জানাপাড়ায় এই ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, প্রায় ৫০ জন যাত্রী নিয়ে বাসটি হাওড়ার দিকে যাচ্ছিল। সকালের দিকে যাত্রীরা প্রায় সকলেই তন্দ্রাচ্ছন্ন। আচমকাই বিকট শব্দ আর ভয়াবহ ঝাঁকুনি মেরে থেমে যায় বাস। ততক্ষণে কেউ গিয়ে পড়েছেন নিচে। কারও আবার মাথা গিয়ে পড়েছে জানলার কাচে। চারদিকে শুরু হয়ে যায় হইহই।

দুমড়ে মুচড়ে গিয়েছে ডাম্পারটি।

জানা যায়, উল্টোদিক থেকে আসা একটি সিমেন্ট বোঝাই ডাম্পার বাসটিতে ধাক্কা মারে। ধাক্কা এতটাই জোরালো ছিল, উল্টে যায় ডাম্পারটি। ভয়ঙ্কর ঝাঁকুনি লাগায় বাসের ভিতর ছড়িয়ে ছিটিয়ে পড়েন যাত্রীরা। ১৫ জন গুরুতর জখম হন। বাকিদেরও কম বেশি আঘাত লাগে।

আরও পড়ুন: পার্টি সেরে ফেরার পথে গাড়ি পিষে দিল তরুণীকে, আহত সঙ্গী তরুণ

পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় ঘাটাল ও দাসপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে এসে পৌঁছয় দাসপুর থানার পুলিস। পুলিসের অনুমান, গাড়ির গতি বেশি থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। এর জেরে ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে যায়। পুলিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

Next Article