Daspur: নাতি-নাতনিদের সঙ্গে বন্যার জলে নেমে আর উঠল না দাদু! দাসপুরে নামল NDRF, ছুটে এলেন বিধায়ক

Daspur: খবর পেয়ে ঘটনাস্থলে যান দাসপুরের ওসি অঞ্জনি তেওয়ারি। এলাকায় যান দাসপুর ১ ব্লকের বিডিও দীপঙ্কর বিশ্বাস, বিধায়ক মমতা ভূঁইয়া, মহকুমা পুলিশ আধিকারিক দুর্লভ সরকার। বেলা প্রায় আড়াইটা নাগাদ নামে NDRF-র ২০ জনের টিম।

Daspur: নাতি-নাতনিদের সঙ্গে বন্যার জলে নেমে আর উঠল না দাদু! দাসপুরে নামল NDRF, ছুটে এলেন বিধায়ক
ব্যাপক চাঞ্চল্য এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Aug 03, 2025 | 6:00 PM

দাসপুর: পরিস্থিতি ভয়াবহ। ঘাটালের পাশাপাশি ডুবেছে দাসপুরের বিস্তৃর্ণ এলাকা। এরই মধ্যে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। ব্যাপক চাঞ্চল্য দাসপুর থানার নাড়াজোলের হরিরাজপুরে। জল থইথই গোটা এলাকা। এদিন বেলায় ডোনগা ভাঙা খালে নাতি-নাতনিদের নিয়ে স্নানে নেমেছিলেন বছর পয়ষট্টির সীতারাম সিং। এলাকার বাসিন্দারা জানাচ্ছেন জলে নেমে বাচ্চাদের নানা খেলাও দেখাচ্ছিলেন। কিন্তু কে জানত তার জন্য অপেক্ষা করছে বড় বিপদ।  

জলে নামার কিছু সময়ের মধ্যেই তলিয়ে যান সীতারাম। বাচ্চাদের চিৎকার-চেঁচামেচি শুনে ছুটে আসেন আশপাশের লোকজন। শুরু হয় খোঁজ। দুপুর থেকে বিকাল পর্যন্ত টানা খোঁজ চললেও আর দেখা যায়নি বৃদ্ধকে। ঘটনায় শোরগোল শুরু হয়ে যায় প্রশাসনিক মহলেও। 

খবর পেয়ে ঘটনাস্থলে যান দাসপুরের ওসি অঞ্জনি তেওয়ারি। এলাকায় যান দাসপুর ১ ব্লকের বিডিও দীপঙ্কর বিশ্বাস, বিধায়ক মমতা ভূঁইয়া, মহকুমা পুলিশ আধিকারিক দুর্লভ সরকার। বেলা প্রায় আড়াইটা নাগাদ নামে NDRF-র ২০ জনের টিম। ডোনগা ভাঙা খালে চলে খোঁজ। কিন্তু এখনও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে এ ঘটনায় গোটা এলাকার পাশাপাশি সীতারামের বাড়িতেও তীব্র চাঞ্চল্য। সকলেই করছেন প্রার্থনা।