ঘাটাল: চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠল সরকারি হাসপাতালে। প্রেসক্রিপশনে লেখা ছিল এক ওষুধ। আউটডোর থেকে দেওয়া হয়েছে অন্য ওষধ। এই ভুল ওষুধ খেয়ে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৭ বছরে শিশু। এমনই অভিযোগ উঠেছে ঘাটাল মহকুমা হাসপাতালে। এই খবর করতে গিয়ে হাসপাতালে এক অস্থায়ী কর্মীর হাতে হেনস্থার শিকার হয় সংবাদ মাধ্যমের এক কর্মী। তাঁর মোবাইল কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। সুপারের হস্তক্ষেপে মোবাইল ফিরে পায় সংবাদমাধ্যমের ওই কর্মী। এমনি ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা হাসপাতালে। ডাক্তার প্রেসক্রিপশনে লিখা ছিল এক ওষুধ, কিন্তু হাসপাতালে আউটডোরের ওষুধ বিভাগ থেকে দেয়া হয়েছে ভুল ওষুধ। যে ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়লো সাত বছরের শিশু। তড়িঘড়ি তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় ঘাটাল মহকুমা হাসপাতালে।
জানা গিয়েছে ঘাটাল পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, শেখ রবিয়াল আলির সাত বছরের ছেলেকে মঙ্গলবার ঘাটাল হাসপাতালে আউটডোরে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা, অসুস্থ শিশুর সামিরুল আলীকে, ওষুধ লিখে দেয়। চিকিৎসকদের পরামর্শ মত আউটডোর থেকে ওষুধ নিয়ে,মঙ্গলবার রাতেই যখন ওই শিশুকে ওষুধ খাওয়ায় পরিবারের সদস্যরা, ওষুধ খাওয়ানোর পরে, সামিরুলের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।তড়িঘড়ি মঙ্গলবার রাতে তাকে ভর্তি করা হয় ঘাটাল হাসপাতালে। তারপরে শিশুর পরিবারেরা লোক যানতে পারে স্পেসক্রিপশনে লেখা রয়েছে কৃমির ওষুধ কিন্তু তাকে দেয়া হয়েছিল যন্ত্রণার ঔষধ যাকে ঘিরে হাসপাতালে ঔষধ বিভাগে বুধবার ক্ষোভে ফেটে পড়ে অসুস্থ শিশুর পরিজনেরা। ইতিমধ্যে পুরো বিষয়টি নিয়ে তারা চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে সুপারকে পুরো বিষয়টি জানান। এমনকি হাসপাতালের এক কর্মী রোগীর -পরিজনেরা, সাথে খারাপ ব্যবহার করেছেন বলে অভিযোগ তুলেছে অসুস্থ শিশু পরিবারের সদস্যরা।
যদিও এ বিষয়ে আমরা ঘাটাল হাসপাতালে সুপার সুব্রত দে র সাথে যোগাযোগ করা হলে, উনি আমাদের বলেন শিশুটি সুস্থ রয়েছে, একটা অভিযোগ পেয়েছি পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।