কেশপুর: ঘাটল-কেশপুর-আরামবাগ- সহ একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। নিজেদের যেটুকু সম্বল রয়েছে তা বাঁচাতে মরিয়া বন্যা কবলিত এলাকার মানুষজন। এরই মধ্যে বন্যার জল দেখতে গিয়ে জলের স্রোতে ভেসে গেল এক নাবালক। পরে মৃত্যুর খবর এল তার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম শেখ গিয়াসউদ্দিন (১০)। বাড়ি আনন্দপুর থানার জগন্নাথপুর এলাকায়। মঙ্গলবার দুপুরে গিয়াসউদ্দিন বন্যা দেখতে বেরিয়েছিল। স্থানীয় সূত্রে জানা যায়,সেখানে রাস্তা পারাপার করার সময় জলের তোরে ভেসে যায় তিন নাবালক। দু’জন সাঁতরে উঠে এলেও শেখ গিয়াসউদ্দিনের খোঁজ পাওয়া যায়নি। তাঁর সন্ধানে গ্রামের মানুষের খোঁজ খবর শুরু করে।
বন্যার জল নেমে পড়েন কয়েকশো গ্রামবাসী। খবর দেওয়া হয় আনন্দপুর থানায়। পুলিশ ও ব্লক প্রশাসনের তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়। বন্যার জল থেকে উদ্ধার হয় ওই নাবালকের মৃতদেহ। শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।