দাসপুর: পালিয়ে গিয়ে বিয়ে করেছিল। যদিও সেই সময় প্রেমিকার বয়স ছিল ১৮ বছরের কম। প্রেমিকার পরিবারের সদস্যদের অভিযোগ ছিল, প্রেমের নামি তাঁদের মেয়েকে ফুঁসলিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। পুলিশে অভিযোগও দায়ের হয়। তাতেই পড়েছিল সম্পর্কে বাধা। সূত্রে খবর, অপহরণের মামলাও চলছে প্রেমিকের বিরুদ্ধে। এবার সেই নাবালিকার ১৮ বছর পূর্ণ হতেই তাকে ফিরে পেতে বাড়ির সামনে ধরনায় বসল প্রেমিক। ছুটে এল পুলিশ। রবিবার সকালে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার পাকুড়দানায়।
দাসপুর থানারই রূপনায়ায়ণপুরে থাকেন সুদীপ সিং। তাঁর সঙ্গেই পাকুড়দানার এক যুবতীর প্রণয়ের সম্পর্ক গড়ে উঠেছিল বলে খবর। যদিও যে সময় তাঁরা বিয়ে করেছিলেন তখন ওই যুবতী নাবালিকা ছিলেন বলে জানা যাচ্ছে। সে কারণেই বিয়েতে আপত্তি জানিয়েছিল পরিবারের সদস্যরা। এবার তার ১৮ বছরের জন্মদিনেই পরিবারের সদস্যদের নিয়ে বাড়ির সামনে ধরনায় বসলেন সুদীপ। তাঁর এই কাজে হতবাক যুবতীর পরিবারের সদস্যরা। তাঁদের সঙ্গে সকালে বেশ কয়েক দফা বচসাও হয়। মেয়েটির পরিবারের লোকেরা ক্ষোভ উগরে দিয়েছেন সুদীপের বিরুদ্ধে। খবর যায় পুলিশে।
খবর পাওয়া মাত্রই আসে দাসপুর থানার পুলিশ। পুলিশ এসেই ওই যুবক ও তাঁর পরিবারের সদস্যদের যুবতীর বাড়ির সামনে থেকে তুলে দেয়। ঘটনায় সুদীপ বলছেন, “চার-পাঁচ মাস আগে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম। তখন মেয়েটির বয়স ১৮ বছর হয়নি। ও নাবালিকা ছিল। পুলিশ নিয়ে গিয়ে ওর বাড়ির লোকজন আমার কাছ থেকে ওকে নিয়ে চলে যায়। এখন ওর বয়স ১৮ হয়ে গিয়েছে। তাই ওকে নিয়ে যেতে এসেছি। কিন্তু, ওর বাড়ির লোক ওকে আমার সঙ্গে ফোনে কথা বলতে দিচ্ছে না। আমার বিশ্বাস ও এখন আমার সঙ্গে চলে যেতে চায়।” যদিও এ ঘটনায় মেয়েটির পরিবারের সদস্যদের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।