দাসপুর: ফের বেলাগাম অজিত মাইতি। কুড়মি সমাজের মানুষেরা পঞ্চায়েত নির্বাচনে কোন রাজনৈতিক দলকে দেওয়াল লিখতে দেবেন না বলে যে সিদ্ধান্ত নিয়েছে তার বিরোধিতা করে প্রকাশ্য মঞ্চ থেকে হুঁশিযারি দিলেন অজিত মাইতি। রবিবার তাঁর হুঙ্কার, “আমরা হাতে চুড়ি পরে বসে নেই। দেওয়াল আমরা লিখবই। কারও ক্ষমতা থাকলে আটকে দেখাক। ” পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গৌরা এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরের প্রস্তুতি সভা থেকেই হুঁশিয়ারি দেন অজিত মাইতি। সব মিলিয়ে দল পাশে না থাকলেও তৃণমূল বিধায়ক অজিত মাইতির মুখে যে লাগাম টানা যাচ্ছে না তা কার্যত স্পষ্ট। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের গৌরা সোনামুই কুঞ্জবিহারী আদর্শ শিক্ষনিকেতন স্কুল মাঠে ঘাটাল সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মহা মহিলা সম্মেলনের বক্তব্য রাখতে গিয়ে কুড়মি আন্দোলন ও শালবনিতে কুড়মিদের দেওয়াল লিখন নিয়ে কার্যত পাল্টা হুঁশিয়ারি দিলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর অজিত মাইতি।
সম্প্রতি শালবনিতে ভোটের প্রচারে কোনও রাজনৈতিক দলকে তাদের দেওয়ালে প্রচার করতে দেওয়া হবে না। এই ধরনের দেওয়াল লিখন করেছিল কুড়মিরা। পাশাপাশি কুড়মিরা ভোট বয়কটের ডাক দিয়েছিল। মূলত তাদের তপশিলি উপজাতি ভুক্ত করার দাবিতে এই ফরমান জারি করে কুড়মিরা। কুড়মিদের নিয়ে গতকাল মেদিনীপুরে তৃণমূলের জনসভা থেকে বিস্ফোরক মন্তব্য করেছিলেন জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতি। কিছু কুড়মি নেতাদের আচরণ খালিস্তানি নেতাদের মতো। এই বিস্ফোরক মন্তব্যের জেরে শোরগোল পড়ে যায়। জোর বিতর্ক শুরু হয়। তারই মধ্যে রবিবার দাসপুরের সভায় বক্তব্য রাখতে গিয়ে কুড়মি আন্দোলন নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন,”বিচ্ছিন্ন ভাবে কোনও কোনও জেলায় কাউকে কাউকে কুড়মিদের দুজন নেতা খেপিয়ে দিতে পারেন। কারণ তাদের দম নেই দিল্লিতে গিয়ে আন্দোলন করার। দিল্লি কুড়মি বিরোধী সরকার, মাহাত বিরোধী সরকার দিল্লিতে বসে আছে। যারা ওদের তপশিলি উপজাতি ভুক্ত করতে চাইছে না। তাদের বিরুদ্ধে আন্দোলন করার দম নেই। তাই বাংলায় সরল সিধে কুড়মিদের খেপিয়ে আন্দোলন করতে চাইছে। আমরা দেখছি,আমরা লক্ষ্য রাখছি।”
এর পরই ভোটের প্রচারে কোনও রাজনৈতিক দলকে দেওয়াল না লিখতে দেওয়ার কুড়মিদের এই ফরমান নিয়ে পাল্টা হুঁশিয়ারি দেন অজিত মাইতি। এ ছাড়াও তিনি আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় কুড়মিদের জন্য এতো উন্নয়ন করবে আর পুরুলিয়া থেকে কোনো নেতা, একুশের ভোটে ২২০০ ভোট পাওয়া নেতা সে যদি বলে কারও কাছে গ্যাস খেয়ে যে আমি কুড়মি আন্দোলন করে দেব মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে, আমি এখনও বলছি তিনি ভুল করছেন। আমরা এটা মেনে নেব না। আমরা সমস্ত কুড়মি ভাইদের সংগঠিত করে বলব তোমাদের ভুল বোঝানো হচ্ছে। সরকার তাদের এত উন্নয়ন করবে আর বাইরে থেকে একদল ফোঁড়ে সরকার বিরোধী চক্রান্ত করবে এটা আমরা মেনে নেব না।” এভাবেই দাসপুরের সভা থেকে একের পর মন্তব্য করতে দেখা যায় তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতিকে।
অজিত মাইতির মন্তব্যের প্রতিবাদে সোমবার শালবনি চকতারিণীতে কুড়মি সমাজের পক্ষ থেকে অজিত মাইতি ও শ্রীকান্ত মাহাতের কুশপুতুল দাহ করা হল। বিভিন্ন জায়গায় পোস্টারিং করা হয়েছে। অজিতের বক্তব্যের প্রতিবাদও করেছেন তারা।