Paschim Medinipur: জঙ্গলে কাজু বাদাম কুড়াতে গিয়ে অচেনা যুবকের মুখোমুখি কিশোরী! তারপর…

Ashim Bera | Edited By: Soumya Saha

May 28, 2024 | 9:02 PM

Garbeta: মঙ্গলবার এলাকারই দুই বোন জঙ্গলে কাজু বাদাম কুড়াতে গিয়েছিল। জঙ্গলে ঢোকার কিছু সময় পরেই ওই নাবালিকা দিদির থেকে আলাদা হয়ে যায়। একা হয়ে পড়ে জঙ্গলের মধ্যে। আর সেই সময়েই এক অজ্ঞাত পরিচয় যুবক পড়ে যায় ওই কিশোরী।

Paschim Medinipur: জঙ্গলে কাজু বাদাম কুড়াতে গিয়ে অচেনা যুবকের মুখোমুখি কিশোরী! তারপর...
প্রতীকী ছবি
Image Credit source: TV9 Bangla

Follow Us

গড়বেতা: জঙ্গলে কাজু বাদাম কুড়াতে গিয়েছিল এক নাবালিকা। আর তখনই এক ভয়ঙ্কর বিপদের মুখোমুখি। অল্পের জন্য এ যাত্রায় রক্ষা পেল বছর বারোর ওই কিশোরী। জঙ্গলে কাজু বাদাম কুড়াতে গিয়ে হঠাৎ এক অজ্ঞাত পরিচয় যুবকের মুখোমুখি পড়ে যায় সে। আর পরক্ষণেই ওই যুবক তাকে জাপটে ধরে জঙ্গল থেকে টেনে নিয়ে অপহরণের চেষ্টা করে বলে অভিযোগ। তখনই চিৎকার-চেঁচামেচিতে আশপাশের এলাকাবাসীরা ছুটে আসলে এ যাত্রায় রক্ষা পায় ওই কিশোরী। আর এরপরই ওই যুবকে হাতে নাতে ধরে ফেলে উত্তম-মধ্যম ‘গণধোলাই’। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানা এলাকায়।

জানা যাচ্ছে, মঙ্গলবার এলাকারই দুই বোন জঙ্গলে কাজু বাদাম কুড়াতে গিয়েছিল। জঙ্গলে ঢোকার কিছু সময় পরেই ওই নাবালিকা দিদির থেকে আলাদা হয়ে যায়। একা হয়ে পড়ে জঙ্গলের মধ্যে। আর সেই সময়েই এক অজ্ঞাত পরিচয় যুবক ওই নাবালিকাকে জাপটে ধরে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। তখনই ওই কিশোরীর দিদি সেটা বুঝতে পেরে চিৎকার, চেঁচামেচি শুরু করে দেন। সেই চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে যান সেদিকে। এতজনকে একসঙ্গে ছুটে আসতে দেখে নাবালিকাকে ফেলে পালানোর চেষ্টা করে ওই যুবক। কিন্তু গ্রামবাসীরা ছুটে দিয়ে তাকে ধরে ফেলেন। আর এরপরই গাছের সঙ্গে বেঁধে চলে বেধড়ক মারধর।

কোলাহলে জঙ্গলের ধারের রাস্তায় ভিড় জমে যায়। খবর যায় গড়বেতা থানার অন্তর্গত চন্দ্রকোনা রোড ফাঁড়িতে। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় এবং ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে। গ্রামবাসীদের সন্দেহ, নাবালিকাকে অপহরণের উদ্দেশ্য নিয়েই জঙ্গলে ঢুকেছিল ওই যুবক। তবে কী ঘটনা ঘটেছিল সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনা খতিয়ে দেখতে শুরু করেছে স্থানীয় থানার পুলিশ।

Next Article