Child Harassment: বিছানা রক্তে ভেজা, কাঁদতে কাঁদতে বেরিয়ে এল দুই শিশুকন্যা, তোলপাড় এলাকা

Debabrata Sarkar | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 03, 2023 | 8:59 PM

Child Harassment: মেদিনীপুর শহরের এক নম্বর ওয়ার্ডে তোড়াপাড়ার ক্যানালপাড় এলাকায় বাড়ি অভিযুক্তের। ওই দুই শিশুকন্যাকে যৌন হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। এক বাসিন্দা বলেন, "ওদের বাড়িতে ঢুকে দেখি, বিছানা রক্তে ভেসে যাচ্ছে। এরপরই আমরা পুলিশকে খবর দিই।"

Child Harassment: বিছানা রক্তে ভেজা, কাঁদতে কাঁদতে বেরিয়ে এল দুই শিশুকন্যা, তোলপাড় এলাকা
প্রতীকী ছবি
Image Credit source: TV9 Bangla

Follow Us

মেদিনীপুর: রবিবারের দুপুরে এলাকায় চলছিল শাসক দলের মিছিল। তারই মধ্যে আচমকা উধাও হয়ে যায় দুই শিশুকন্যা। খোঁজ পড়তেই জানা যায়, এলাকার এক বাসিন্দা তাদের বাড়ির ভিতর ডেকে নিয়ে গিয়েছে। তারপর হঠাৎ দেখতে পান সেই দুই শিশু ওই ব্যক্তির বাড়ি থেকে বেরিয়ে আসছে কাঁদতে কাঁদতে। দুই শিশুকন্যার মধ্যে এক শিশুকন্যার শরীর রক্তে ভিজে গিয়েছে। এলাকাবাসীদের নজরে বিষয়টি আসতেই সকলে মিলে ওই ব্যক্তির বাড়িতে চড়াও হন। তাঁরা দেখেন সোমনাথ মণ্ডলের বাড়ির ভিতর যে খাটটি রয়েছে তা রক্তে পরিপূর্ণ।

মেদিনীপুর শহরের এক নম্বর ওয়ার্ডে তোড়াপাড়ার ক্যানালপাড় এলাকায় বাড়ি অভিযুক্তের। ওই দুই শিশুকন্যাকে যৌন হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। এক বাসিন্দা বলেন, “ওদের বাড়িতে ঢুকে দেখি, বিছানা রক্তে ভেসে যাচ্ছে। এরপরই আমরা পুলিশকে খবর দিই।”

মেদিনীপুর জেলার কোতোয়ালি থানায় জানানো হয় ঘটনার কথা। পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে নিয়ে গিয়েছে। অন্যদিকে ওই দুই শিশুকন্যা এবং তাদের পরিবারের লোকজন মেদিনীপুর মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন। পরে ওই শিশুকন্যাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। অন্যদিকে কোতোয়ালি থানার সামনে অভিযুক্ত সোমনাথ মণ্ডলের বিরুদ্ধে ক্ষোভ দেখাতে থাকেন তোড়াপাড়া এলাকার বাসিন্দারা। বিষয়টি তদন্ত করে দেখছে কোতোয়ালি থানার পুলিশ।

Next Article