IIT Kharagpur: ফের খড়গপুর IIT-তে ছাত্রের রহস্যমৃত্যু, ভোর-রাতে দরজা ভেঙে ঝুলন্ত দেহ উদ্ধার পুলিশের

IIT Kharagpur: আসিফ বিহারের শিওহর জেলার গারাহিয়ার গ্রামের বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যেই পুলিশ ও কলেজ থেকে তাঁর বাড়িতে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই পরিবারের সদস্যরা খড়গপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

IIT Kharagpur: ফের খড়গপুর IIT-তে ছাত্রের রহস্যমৃত্যু, ভোর-রাতে দরজা ভেঙে ঝুলন্ত দেহ উদ্ধার পুলিশের
চাপানউতোর ক্য়াম্পাসে Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

May 04, 2025 | 1:06 PM

খড়গপুর: ফের ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার। ফের খবরে আইআইটি খড়গপুর। রবিবার ভোরে নিজের ঘর থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-র চতুর্থ বর্ষের ছাত্র মহম্মদ আসিফ কামারের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। আসিফ আইআইটি খড়গপুরের মদন মোহন মালব্য হলের SDS ব্লকের ১৩৫ নম্বর রুমে থাকতেন বলে জানা যাচ্ছে। মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য। চাপানউতোর চলছে ক্যাম্পাসের অন্দরেও। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত থেকেই আসিফের ঘরের দরজা বন্ধ ছিল। অনেক ডাকাডাকি করেও সাড়া পাওয়া যায়নি। সহপাঠীরা বারবার দরজা খোলার চেষ্টা করলেও লাভের লাভ কিছু হয়নি। তারপরই খবর দেওয়া হয় পুলিশ। খবর পেয়ে ভোর সাড়ে তিনটে নাগাদ ঘটনাস্থলে আসে আইআইটি ক্যাম্পাসের মধ্যে থাকা হিজলি ফাঁড়ির পুলিশ। ঘরের দরজা ভাঙতেই চোখ কপালে উঠে যায় সকলের। দেখা যায় ওই ঘরেই ঝুলছে ওই ছাত্রের দেহ। দেহ উদ্ধার করে পাঠানো হয় খড়গপুর মহকুমা হাসপাতালে। 

আসিফ বিহারের শিওহর জেলার গারাহিয়ার গ্রামের বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যেই পুলিশ ও কলেজ থেকে তাঁর বাড়িতে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই পরিবারের সদস্যরা খড়গপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। প্রসঙ্গত, এই নিয়ে এই বছরে এই ক্যাম্পাসেই তিন ছাত্রের দেহ উদ্ধার হল। গত মাসে অনিকেত ওয়ালকর নামে এক পড়ুয়ার দেহ উদ্ধার হয়েছিল। তার আগে জানুয়ারি মাসে খড়গপুর আইআইটিতে শাওন মালিক (২১) নামে আর এক পড়ুয়ার রহস্যমৃত্যু হয়েছিল।