IIT Kharagpur Death: চার মাসে জোড়া-রহস্যমৃত্যু! IIT খড়্গপুরে উদ্ধার আর এক পড়ুয়ার ঝুলন্ত দেহ
IIT Kharagpur Death: পুলিশ সূত্রে খবর, জগদীশচন্দ্র বসু ভবনের সি ২১৪ নম্বর রুমে থাকতেন অনিকেত। গতকাল সন্ধ্যা থেকেই দরজা বন্ধ ছিল, তার ঘরের। প্রথমে বিষয়টা স্বাভাবিক ঠেকালেও, পরে সন্দেহ বাড়তে থাকে অনিকেতে সহপাঠীদের। তখনই দরজা ধাক্কাতে শুরু করে তারা।

পুলিশ সূত্রে খবর, জগদীশচন্দ্র বসু ভবনের সি ২১৪ নম্বর রুমে থাকতেন অনিকেত। গতকাল সন্ধ্যা থেকেই দরজা বন্ধ ছিল, তার ঘরের। প্রথমে বিষয়টা স্বাভাবিক ঠেকালেও, পরে সন্দেহ বাড়তে থাকে অনিকেতে সহপাঠীদের। তখনই দরজা ধাক্কাতে শুরু করে তারা। কিন্তু হাজার হাঁকডাকেও যখন সাড়া মেলে না, তখনই দরজা ভাঙতে উদ্যত্ত হন অন্য পড়ুয়ারা। তারপরেই ভয়াবহ দৃশ্য। দরজা ভেঙে ঢুকতেই তারা দেখেন সিলিং থেকে ঝুলছেন অনিকেত। একেবারে নিষ্প্রাণ।
তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। খবর দেওয়া হয়েছে অনিকেতের পরিবারকে। সোমবার মেদিনীপুর মেডিক্যাল কলেজে হাসপাতালে হবে মৃতের ময়নাতদন্ত। কিন্তু কী কারণে এমন ভাবে মৃত্যু হল পড়ুয়ার? আত্মহত্যা নাকি খুন? ধন্দে IIT কর্তৃপক্ষ।
চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার স্বপ্নপূরণের মহলে ‘চিরঘুমে’ গেলেন কোনও পড়ুয়া। মাসকতক আগেই একইভাবে IIT খড়্গপুরের হস্টেল থেকে উদ্ধার হয়েছিল এক পড়ুয়ার দেহ। তিনি ছিলেন কসবার বাসিন্দা। ছুটির দিনে বাবা-মা ছেলের সঙ্গে দেখা করতে এলে দেখেন, সে আর নেই। হস্টেল রুমের সিলিং থেকে ঝুলছে তার দেহ।

