Kharagpur IIT: ফের জয়জয়কার খড়গপুর আইআইটির, সুন্দরের ক্যাম্পাসে ১২ পড়ুয়ার কোটির চাকরি
Kharagpur IIT: শুক্রবার থেকে খড়গপুর আইআইটির নালন্দা কমপ্লেক্সে শুরু হয়েছে প্লেসমেন্ট ড্রাইভ। ২০২৩ সালের প্লেসমেন্ট সেশনের প্রি প্লেসমেন্ট অফার কর্মসূচি চলছে কয়েকদিন ধরে। সেখানেই এই বিশাল সাফল্য দেখা গিয়েছে।
খড়গপুর: গত বছরই প্রায় ১২ জনের বেশি পড়ুয়া পেয়েছিলেন ১ কোটির বেশি প্যাকেজ। এবার ফিরল একই ছবি। ফের জয়জয়কার খড়্গপুর আইআইটির। একসঙ্গে ৬ জন পড়ুয়া পেলেন বার্ষিক ১ কোটির চাকরির প্যাকেজ। তাতেই শোরগোল পড়ে গিয়েছে ক্যাম্পাসে। সূত্রের খবর, শুধু কোটি টাকার প্যাকেজই নয়, ১৯ জন পেয়েছেন আন্তর্জাতিক স্তরে চাকরির অফার। ১২১ টি প্রোফাইলে ৭৭১ জন পড়ুয়া অফার পেয়েছেন ইতিমধ্যেই।
সূত্রের খবর, শুক্রবার থেকে খড়গপুর আইআইটির নালন্দা কমপ্লেক্সে শুরু হয়েছে প্লেসমেন্ট ড্রাইভ। ২০২৩ সালের প্লেসমেন্ট সেশনের প্রি প্লেসমেন্ট অফার কর্মসূচি চলছে কয়েকদিন ধরে। সেখানেই এই বিশাল সাফল্য দেখা গিয়েছে বাংলার এই স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের। সূত্রের খবর, এবারের প্লেসমেন্ট ড্রাইভে এখনও পর্যন্ত অংশ নিতে দেখা গিয়েছে ৬১ সংস্থাকে। একসময় এই খড়্গপুরেই পড়েছিলেন গুগল কর্তা সুন্দর পিচাই।
এবারের প্লেসমেন্ট ড্রাইভে সফটওয়্যার, অ্যানালিটিক্স, ফিনান্স ব্যাঙ্কিং, কনসাল্টিং এবং কোর ইঞ্জিনিয়ারিং সেকশনগুলিতে সবথেকে বেশি চাকরি হয়েছে বলে জানা যাচ্ছে। পড়ুয়াদের সাফল্য উচ্ছ্বসিত খড়্গপুর আইআইটি-র ডাইরেক্টর প্রফেসর ভি কে তেওয়ারি। তিনি বলছেন, ৭০০টিরও বেশি অফার এসেছে। ছাত্ররাও নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারছেন। খুবই ভাল বিষয়।