
পশ্চিম মেদিনীপুর: লগ্নজিতার পর এবার স্নিগ্ধজিৎ ভৌমিক! সরকারি মেলায় গান করতে এসে হেনস্থার মুখে আরেক শিল্পী। “আর কত শিল্পীর অপমান দেখবে বাংলা?” সামাজিক মাধ্যমে ঘটনার ভিডিয়ো প্রকাশ করে প্রশ্ন বিজেপির। মেদিনীপুর বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা। রাজ্য সরকারের ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের উদ্যোগে আয়োজিত সেই মেলাতেই গীতাঞ্জলি মুক্তমঞ্চে বুধবার রাতে অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সঙ্গীতশিল্পী স্নিগ্ধজিৎ ভৌমিক।
নিজের গান পরিবেশন করতে করতেই মঞ্চের নীচে নেমে অনুগামীদের সঙ্গে হাত মেলাচ্ছিলেন স্নিগ্ধজিৎ। অভিযোগ, সেই সময় কেউ একজন ধাক্কা মেরে তাঁকে মঞ্চে ফেরত যেতে বলেন। আর এতেই বেজায় ক্ষুব্ধ হন স্নিগ্ধজিৎ। মঞ্চে উঠেই এই গোটা ঘটনার কড়া নিন্দাও করতে শোনা যায় স্নিগ্ধজিৎকে। সেই ভিডিয়ো সামাজিক মাধ্যমে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে।
স্বাভাবিকভাবেই এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চাও। ভাইরাল হওয়া ভিডিয়ো পোস্ট করে কড়া ভাষায় নিন্দা জানিয়েছে বিজেপি। বিজেপি নেতা ড: শঙ্কর গুচ্ছইতের প্রশ্ন, “এ রাজ্যে কি আদৌ নিরাপদ শিল্পীরা? বাংলায় আইনের শাসন নেই। শিল্পী সরকারি অনুষ্ঠানে এসেও হেনস্থার শিকার। এখানে কেউই সুরক্ষিত নন।”
যদিও তৃণমূল নেতা বুদ্ধ মণ্ডলের দাবি, “মেদিনীপুরের মাটি শিক্ষা সংস্কৃতির মাটি। এখানে কাউকেই হেনস্থা করা ঠিক নয়। তবে কীভাবে হয়েছে, সেটাও দেখতে হবে। আমার কাছে খবর, তিনি গান করতে করতে নেমে আসছিলেন, সেখানে কেউ তাঁকে বাধা দিয়েছেন, সেটা নিরাপত্তাজনিত কারণেই হতে পারে। কারণ দৃষ্টিভঙ্গি দেখার ব্যাপার রয়েছে।”
প্রসঙ্গত, কিছু দিন আগেই লগ্নজিতা চক্রবর্তী পূর্ব মেদিনীপুরের একটি স্কুলের অনুষ্ঠানে গিয়ে হেনস্থার শিকার হয়েছিলেন। লগ্নজিতার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতারও করা হয়। অভিযুক্ত শাসকনেতা হওয়ায়, তা নিয়ে তুঙ্গে ওঠে রাজ্য রাজনীতি।