ভোটের ফল প্রকাশের পর জারি হিংসা, বিজেপি কর্মীদের বাড়ি ‘ভাঙচুর, মারধর’

May 03, 2021 | 12:10 PM

ভোটের ফল ঘোষণা হতেই ভোট পরবর্তী হিংসা অব্যাহত চন্দ্রকোণা (Chandrokona)।

ভোটের ফল প্রকাশের পর জারি হিংসা, বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর, মারধর
নিজস্ব চিত্র

Follow Us

পশ্চিম মেদিনীপুর: ভোটের ফল ঘোষণা হতেই ভোট পরবর্তী হিংসা অব্যাহত চন্দ্রকোণা (Chandrokona)। বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ।

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা বিধানসভা এলাকায় ডিংয়াল, মনোহরপুর, শ্যামগঞ্জ, ভগবন্তপুর, বালা-সহ বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে অশান্তি শুরু হয়েছে। বিজেপি কর্মীদের অভিযোগ, তৃণমূল কর্মীরা একের পর এক বাড়ি ভাঙচুর করা হচ্ছে। বিজেপি কর্মীদের মারধর করা হচ্ছে বলেও অভিযোগ। পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ তুলছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

অন্যদিকে, নির্বাচনের ফল বেরনোর পর থেকেই হিংসায় রাতভর উত্তপ্ত চোপড়া। কোথাও বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে। কোথাও লুঠপাট চালানো হয়েছে বলে অভিযোগ। সদর চোপড়া বাজার এলাকায় বিজেপির পার্টি অফিস ভাঙ্গা থেকে শুরু করে বিভিন্ন দোকানপাটেও ভাঙচুর চালানো হয়।

স্থানীয় প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করে বলেও অভিযোগ। পুলিশ প্রশাসনের সামনে একের পর এক দোকানপাট লুটপাট হতে থাকে কিন্তু কোনও ধরণের প্রতিরোধ করতে দেখা যায়নি প্রশাসনকে, অভিযোগ স্থানীয় ব্যবসায়ীদেরও। বিধ্বস্ত দোকান মালিকরা। তৃণমূল কর্মী মিনা সাহা বলেন, “আমি বিধায়ক হামিদুল রহমানের কাছে একটা প্রশ্নের উত্তর জানতে চাই, আমি তো তৃণমূল করি সবাই কিন্তু আমার দোকানটা ভাঙচুর করে লুঠপাট করা হল কেন এই জবাবটুকুই চাই শুধু।”

আরও পড়ুন: বিজেপি কর্মীর গলায় তার পেঁচিয়ে, পিটিয়ে মেরে ফেলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

তবে তৃণমূলের চোপড়া ব্লকের সভাপতি প্রীতিরঞ্জন ঘোষ জানিয়েছেন, তারা শান্তির পক্ষে> এই ধরনের কোনও অভিযোগ তাদের কাছে আসেনি।

Next Article