Awas: আবাসের ৬০ হাজার অ্যাকাউন্টে ঢুকেছে… আর তারপরই হয়ে যাচ্ছে কেল্লা ফতে! এবার আবাস নিয়ে বড় পদক্ষেপ বাংলার প্রশাসনের

Awas: রাজ্যের পক্ষ থেকে বাংলা আবাস যোজনার টাকা ইতিমধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। প্রথম কিস্তির ৬০ হাজার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবার পরেও বহু উপভোক্তা এখনও পর্যন্ত বাড়ি তৈরির কাজ শুরু করেননি।

Awas: আবাসের ৬০ হাজার অ্যাকাউন্টে ঢুকেছে... আর তারপরই হয়ে যাচ্ছে কেল্লা ফতে! এবার আবাস নিয়ে বড় পদক্ষেপ বাংলার প্রশাসনের
পরিদর্শনে প্রশাসনিক আধিকারিকরা Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 16, 2025 | 2:57 PM

ঘাটাল: বাংলা আবাস যোজনার প্রকল্পের প্রথম কিস্তির ৬০,০০০ টাকা পেয়েও বাড়ি তৈরির কাজ শুরু করেননি বহু উপভোক্তা। পরিদর্শনে বেরিয়ে এমনই চাঞ্চল্যকর হাতে এল প্রশাসনিক কর্তাদের। বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শনের পর দ্রুত বাড়ি তৈরির নির্দেশ  দিয়েছে প্রশাসন।

রাজ্যের পক্ষ থেকে বাংলা আবাস যোজনার টাকা ইতিমধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। প্রথম কিস্তির ৬০ হাজার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবার পরেও বহু উপভোক্তা এখনও পর্যন্ত বাড়ি তৈরির কাজ শুরু করেননি। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পঞ্চায়েত সমিতি এলাকায়।

ঘাটাল পঞ্চায়েত সমিতির অজবনগর ১ অঞ্চলের আনন্দপুর এবং মোহনপুর অঞ্চলের ধরমপুর ও রানির বাজার এলাকায় বাড়ি বাড়ি গিয়ে গিয়ে পরিদর্শন করেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামলী সর্দার এবং সহ-সভাপতি বিকাশ কর সহ গ্রাম পঞ্চায়েত প্রশাসনিক আধিকারিকেরা।

জানা গিয়েছে, ঘাটাল পঞ্চায়েত সমিতি এলাকায় বাংলা আবাস যোজনা মোট প্রাপক সংখ্যা ৫৩৬৪ জন। যার মধ্যে প্রথম কিস্তি টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকে গেলেও বাড়ির তৈরির কাজ শুরু করেননি ৬৪০ জন উপভোক্তা।  উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির ৬০,০০০ টাকা ঢুকে যাওয়ার পরেও কেন এখনও পর্যন্ত বাড়ি তৈরির কাজ শুরু করেননি, সমস্ত বিষয় বাড়ি বাড়ি গিয়ে খতিয়ে দেখলেন প্রশাসনিক আধিকারিকেরা। দ্রুত বাড়ি তৈরির কাজ শুরু করতে নির্দেশ দিয়েছেন আধিকারিকেরা।