চন্দ্রকোনা: পথ ধারেই ওদের বাসা। পথের ধারে থাকা। আর সারা দিন এদিক ওদিক ঘুরে বেড়ানো। উৎসবের দিনে বাকিরা মেতে উঠলেও, ওদের জীবনে সে সুযোগ আসে না। ভাইফোঁটার দিনে ভবঘুরে বাচ্চাদের জীবনে ভাইফোঁটার স্বাদ আনল এক সংগঠন। লাভ এন্ড কেয়ার এডুকেশন সেন্টারের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল ভাইফোঁটার। জেলার চন্দ্রকোনা রোডের নতুন পল্লী এলাকায় ভবঘুরেদের বাচ্চাদের নিয়ে ভাইফোঁটার আয়োজন হয়েছিল।
নতুন পল্লী এলাকায় ওই সংগঠন ওই এলাকার ঐ সমস্ত ছেলেমেয়েদের শিক্ষার আলোয় নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে। আর সেই সংগঠনের পক্ষ থেকেই এ বার এই ভাইফোঁটার আয়োজন করা হয়েছিল ।
ভাইফোঁটার স্বাদ পেয়ে খুশি ওই সমস্ত ছেলেমেয়েরা। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতাতেই এই সংগঠন চলে আসছে ওই এলাকায়। আর এবার স্থানীয় বাসিন্দাদের সহযোগিতাতে সেই ভাইফোঁটার আয়োজন করা হয়েছিল বলে জানিয়েছেন সংগঠনের অন্যতম ব্যক্তিত্ব শেখর সিং।
অন্তরা ব্যানার্জি নামে ওই সংগঠনের এক সদস্যা বলেছেন, “ওরা তো খুবই অসহায়। জানে না ভাইফোঁটা কী জিনিস। তাই আমরা আজকের দিন ওদের সঙ্গে কাটালাম। ভাইফোঁটা দিলাম। আমাদের খুব ভাল লাগছে।” ভাইফোঁটায় অংশ নেওয়া রিমা বলেছে, “জীবনে কোনও দিন ভাইফোঁটা দেখিনি। এখানে আমরা পড়াশোনা করি। আজ প্রথম বার ভাইফোঁটা দেখলাম। সবার সঙ্গে খুব আনন্দ করলাম।” শ্রেয়সী নামের এক খুদে বলেছেন, “৩০-৪০ জনকে ফোঁটা দিয়েছি। খুব ভাল লাগল।”