নারায়ণগড়: পঞ্চায়েত নির্বাচন ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তেই একাধিক হিংসার ঘটনা সামনে এসেছে। ভোটের দিন দুপুরে হামলার ঘটনা ঘটেছিল পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় এলাকায়। সেই ঘটনার পর থেকেই ঘরছাড়া ছিল গ্রামের বেশ কয়েকটি পরিবার। সেই ঘরছাড়াদের রবিবার ঘরে ফেরালেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। ঘরছাড়াদের অধিকাংশ বিজেপি কর্মী বলে জানা গিয়েছে। বাড়ি ফিরিয়ে আক্রান্ত কর্মীদের পাশে থাকার আশ্বার দিয়েছেন ভারতী। পুলিশ এ বিষয়ে ব্যবস্থা না নিলে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের গ্রামরাজ পঞ্চায়েতের সানদেউলী এলাকায় প্রায় পঁচিশটি পরিবার ঘরে ফিরল। ভোটের দিন সকালেই আক্রান্ত হয়েছিলেন এলাকার বিজেপি কর্মী তথা বিজেপির জেলা পরিষদ প্রার্থীর নির্বাচনী এজেন্ট নান্টু কুইলা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের মারধরে মাথা ফেটেছিল তাঁর। এমনটাই অভিযোগ বিজেপির। এ দিন নান্টু কুইলার পরিবার-সহ বেশ কয়েকটি পরিবারের লোকেরা আটদিন পর বাড়ি ফিরলেন। বাড়ি ফিরিয়ে অভয় দিলেন ভারতী ঘোষ।
এ বিষয়ে বলতে গিয়ে পুলিশকে রীতিমতো হুঁশিয়ারি দেন ভারতী ঘোষ। এ বিষয়ে তিনি বলেছেন, “যাঁদের আজ আমি বাড়িতে ফিরিয়ে দিয়ে গেলাম, তাঁদের গায়ে যেন হাত না পড়ে। কোনও ধরনের অত্যাচার এই এলাকায় যাতে না হয়, তা পুলিশকে দেখতে বলে যাচ্ছি। পুলিশকে বলছি রোজ আপনাকে হাইকোর্টে দৌড় করাতে পারি। আমি আইন জানা লোক। আমাদের লোককে মেরেছে, হাত ভেঙেছে, মাথা ফাটিয়েছে। তাও আপনারা ব্যবস্থা নেয়নি। এ রকম যেন আর না হয়।”