Agnimitra Paul: বিজেপি কর্মীর বৃদ্ধ বাবাকে ‘মারধর’, অগ্নিমিত্রা বললেন, ‘আগুন জ্বালিয়ে রেখে দেব’

BJP Leader Agnimitra Paul: বুধবার সন্ধ্যার দিকে নারায়ণগড়ের খালিনা বাজারে বিজেপির কর্মীর বাবাকে মারধর করা হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার সেখানে প্রচারে যান মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা। সেখানেই বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলে দিলেন তিনি। জানিয়ে দেন, বিজেপি কর্মী সমর্থকদের কারোর গায়ে হাত পড়লে আগুন জ্বালিয়ে দেবেন তিনি।

Agnimitra Paul: বিজেপি কর্মীর বৃদ্ধ বাবাকে মারধর, অগ্নিমিত্রা বললেন, আগুন জ্বালিয়ে রেখে দেব
অগ্নিমিত্রার হুঁশিয়ারিImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 16, 2024 | 11:53 AM

নারায়ণগড়: ভোটের আগে হুঁশিয়ারি মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের। বিজেপি কর্মী-সমর্থকদের গায়ে হাত বলে রেয়াত করা হবে না। স্তব্ধ করে দেওয়া হবে নারায়ণগড়। হুংঙ্কার বিজেপি প্রার্থীর।

কেন এই হুঁশিয়ারি অগ্নিমিত্রার?

বুধবার সন্ধ্যার দিকে নারায়ণগড়ের খালিনা বাজারে বিজেপির কর্মীর বাবাকে মারধর করা হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার সেখানে প্রচারে যান মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা। সেখানেই ৮১ বছরের ওই বৃদ্ধের সঙ্গে কথা বলেন তিনি। জানিয়ে দেন, বিজেপি কর্মী সমর্থকদের কারোর গায়ে হাত পড়লে আগুন জ্বালিয়ে দেবেন তিনি। একই সঙ্গে নারায়ণগড় স্তব্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন।

অগ্নিমিত্রা বলেন, “গতকাল রাত্রিবেলা এই খালিনা বাজারে নারায়ণগড়ে বিজেপি কর্মীর বাবাকে মেরেছেন। ওর বয়স ৮১ বছর। প্রাক্তন শিক্ষক। ওঁকে তৃণমূলের হার্মাদ সুশান্ত ধর মেরেছেন। বলছেন, তোর লাশ ফেলে দেব। আবার বলছে অন্নপূর্ণ ভান্ডার থেকে ১০০ টাকা করে প্রতিদিন দিতে হবে। তুই কে রে? তোকে দেব। ২০২৪ এর শেষে তৃণমূল দল থাকবে তো? আমি তো সাংসদ হচ্ছি। তারপর এই হার্মাদগুলো কী ব্যবস্থা করতে হয় জানা আছে।” যদিও, তৃণমূল নেতা সুকুমার জানা বলেন, “ওঁর মাথা খারাপ হয়ে গিয়েছে। এই সব কথা বলে খবরের আঙিনায় আসবে। উনি এখানে নয়,বিভিন্ন জায়গায় গিয়ে এই সব কথা বলে উত্তেজিত করার চেষ্টা করছে।”