Ghatal News: পরনে লুঙ্গি-গেঞ্জি পরে আলু চাষে ব্যস্ত BJP বিধায়ক, TMC বলল, ‘নাটক’

Gharal: তবে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, "আমার বাবা একজন কৃষক। চাষবাস করেই আমাদের বড়ো করেছেন। বছরে আমাদের একটাই চাষ,আমরা প্রতিবছর চাষবাসের সঙ্গে যুক্ত থাকি। এর সঙ্গে পার্টির কাজেও নিজেকে যুক্ত রাখি। এসময় চাষের মরসুম,মাঠে কাজের সময় অনেকে SIR এর ফর্ম নিয়ে এসেছেন তা দেখে দিয়েছি।"

Ghatal News: পরনে লুঙ্গি-গেঞ্জি পরে আলু চাষে ব্যস্ত BJP বিধায়ক, TMC বলল, নাটক
ঘাটাল Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 22, 2025 | 2:49 PM

ঘাটাল: লুঙ্গি আর গেঞ্জি পরে আলু চাষে ব্যস্ত বিজেপি বিধায়ক। কখনও আবার এসআইআর (SIR)-এর ফর্ম ফিলাপ করে দিচ্ছেন তিনি। আর বিধায়কের এমন ভূমিকা এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আর তাতেই কটাক্ষ তৃণমূলের। ভোটের আগে সবটাই লোক দেখানো বলে দাবি করেছে শাসকদল।

পশ্চিম মেদিনীপুরের ঘাটাল বিধানসভার বিজেপি বিধায়ক শীতল কপাট। তিনি ঘাটাল ব্লকের পান্না গ্রামের বাসিন্দা। নিজেকে কৃষক পরিবারের ছেলে বলে দাবি করেন ঘাটালের বিজেপি এই বিধায়ক। তারই একটি চাষ করার ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সেখানে শীতলকে দেখা যাচ্ছে মাঠে নিজের জমিতে আলু চাষের কাজে ব্যস্ত। পরনে রয়েছে লুঙ্গি-গেঞ্জি, আর মাথায় গামছা। আরও অন্যান্যদের সঙ্গে জমিতে আলু চাষ ব্যস্ত তিনি। শুধু চাষের কাজই নয়, মাঠে কাজের ফাঁকে মাটিতে বসে সাধারণ মানুষের জন্য SIR-এর ফর্ম পুরণও করতে দেখা গিয়েছে বিজেপি বিধায়ককে। আর এই নিয়েই এবার শুরু হয়েছে চর্চা।

বিজেপি বিধায়কের এহেন ভূমিকাকে ঘাটালের তৃণমূল নেতারা ভোটের আগে নাটক বলে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন। তৃণমূল নেতা বিকাশ কর বলেছেন, হাতে আর কয়েকটা মাস বাকি। তারপরই উনি প্রাক্তন হয়ে যাবেন। তাই এসব নাটক ঘাটালের মানুষ আর খাবে না। তাঁরা ভোটের সময় সঠিক ভাবে ওঁকে বুঝিয়ে দেবে। তিনি বলেন, “ঘাটালের মাস্টার প্ল্যান থেকে ঘাটালের উন্নয়নে উনি ও ওঁর দল কিছুই করেননি। আমাদের নেত্রী মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিজ উদ্যোগে মাস্টার প্ল্যান সহ একাধিক উন্নয়নের কাজ করছেন।”

তবে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, “আমার বাবা একজন কৃষক। চাষবাস করেই আমাদের বড়ো করেছেন। বছরে আমাদের একটাই চাষ,আমরা প্রতিবছর চাষবাসের সঙ্গে যুক্ত থাকি। এর সঙ্গে পার্টির কাজেও নিজেকে যুক্ত রাখি। এসময় চাষের মরসুম,মাঠে কাজের সময় অনেকে SIR এর ফর্ম নিয়ে এসেছেন তা দেখে দিয়েছি।” তিনি আরও বলেন, “আমাদের দল কোনও দুর্নীতি যুক্ত দল নই,আমরা কাটমাটির সঙ্গে যুক্ত নেই যে আমাদের ঘরভর্তি টাকা থাকবে।”