Dilip Ghosh: ‘ঢপবাজির রাজনীতির চক্করে পড়বেন না’, সৌরভকে পরামর্শ দিলীপের

Debabrata Sarkar | Edited By: Soumya Saha

Sep 16, 2023 | 4:40 PM

Sourav Ganguly: মাদ্রিদ থেকেই সৌরভ ঘোষণা করেছেন, মেদিনীপুরে একটি ইস্পাত কারখানা গড়ে তুলতে চলেছেন তিনি। সৌরভের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তবে একইসঙ্গে তিনি সৌরভকে পরামর্শ দিয়েছেন, 'উনি রাজনীতির চক্করে যেন না পড়েন। এই ঢপবাজির রাজনীতিতে যেন না পড়েন।'

Dilip Ghosh: ঢপবাজির রাজনীতির চক্করে পড়বেন না, সৌরভকে পরামর্শ দিলীপের
সৌরভ প্রসঙ্গে কী বললেন দিলীপ?
Image Credit source: TV9 Bangla

Follow Us

খড়্গপুর: বাংলার জন্য বিনিয়োগ টানতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্পেন সফরে গিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও। গতকাল মাদ্রিদে এক বাণিজ্যিক সম্মেলনেও মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তিনি। মাদ্রিদ থেকেই সৌরভ ঘোষণা করেছেন, মেদিনীপুরে একটি ইস্পাত কারখানা গড়ে তুলতে চলেছেন তিনি। সৌরভের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তবে একইসঙ্গে তিনি সৌরভকে পরামর্শ দিয়েছেন, ‘উনি রাজনীতির চক্করে যেন না পড়েন। এই ঢপবাজির রাজনীতিতে যেন না পড়েন।’

মেদিনীপুরের বিজেপি সাংসদ এদিন আরও বলেন, ‘সৌরভ গঙ্গোপাধ্যায় গিয়েছেন বাংলার স্বার্থে। আমরা ভগবানের কাছে প্রার্থনা করি, উনি যাতে সফল হন। এতে বাংলার মানুষের লাভ হবে। যদি সম্ভব হয়, আরও যাঁরা তারকা রয়েছেন, যাঁরা বাংলার ভাল চান, তাঁদেরও মমতা বন্দ্যোপাধ্যায় কাজে লাগান। তাঁদের ইমেজ কাজে লাগিয়ে যদি কোনও শিল্প আসে, কোনও কাজ হয়, তাতে বাংলার লাভ হবে। শুধু ছবি তুললে কোনও লাভ হবে না।’

উল্লেখ্য, স্পেন সফরে গিয়ে সেখানকার শিল্পপতিদেরও বাংলায় বিনিয়োগের জন্য আহ্বান জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামনেই আবার রাজ্যে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন রয়েছে। তার আগে এদিন খড়্গপুরে দিলীপ ঘোষ জানিয়ে দিলেন, ‘বাংলায় জমি তো আছেই। সিপিএম যে জায়গাগুলি তৈরি করেছিল, সেখানে শিল্প হয়নি, বা বন্ধ করে দেওয়া হয়েছে। সেগুলিতে শিল্প করা হোক। কিন্তু রেললাইন, বিমানবন্দর বা হাইওয়ে তৈরির জন্য কেন্দ্রীয় সরকার যে জমি চাইছে, সেই জমি রাজ্য সরকার দিতে পারছে না। ফলে কেন্দ্রীয় সরকারের সব প্রকল্প আটকে থাকছে।’

রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই বিষয়ে বলেন, ‘দিলীপবাবুর যা মনে হচ্ছে উনি বলছেন। কোথায় কে কী বিষয়ে ঘোষণা করবেন, সেটা কি শিখতে হবে নাকি! সৌরভ গঙ্গোপাধ্যায় গোটা ভারতের নাম উজ্জ্বল করেছেন বিশ্বে। তাঁকে কোথায় কী বলতে হবে, সেটা কি শিখতে হবে নাকি! আসল কথা হল, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো মানুষও বিনিয়োগ করছেন।’

Next Article