Ghatal BJP Leader: এজেন্ট হওয়ার জন্য অর্থের টোপ? মাইকে প্রচার করে দল ছাড়লেন বিজেপি নেতা

Ashim Bera | Edited By: অংশুমান গোস্বামী

Jul 02, 2024 | 9:15 PM

লোকসভা ভোটের আগে তিনি ও তাঁর বাবা গোপাল কারক বিজেপি-তে যোগ দিয়েছিলেন। লোকসভা ভোটে আনন্দপুর গ্রামে বিজেপির নির্বাচনী এজেন্ট ছিলেন তাঁরা। সে সময় বিজেপি এজেন্ট হওয়ার জন্য টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বলে দাবি ওই বিজেপি নেতার। তাঁদের অভিযোগ ভোট মিটতেই আর বিজেপি নেতারা পাত্তা দিচ্ছেন না, টাকা তো দূরের কথা।

Ghatal BJP Leader: এজেন্ট হওয়ার জন্য অর্থের টোপ? মাইকে প্রচার করে দল ছাড়লেন বিজেপি নেতা
মাইকে দল ছাড়ার প্রচার বিজেপি নেতার
Image Credit source: TV9 Bangla

Follow Us

টোটোয় লাগিয়েছেন মাইক। সেই মাইকে করে ঘুরছেন গোটা এলাকা। সবাইকে জানিয়ে দিচ্ছেন তিনি বিজেপি ছাড়ছেন। নিজের পুরনো দল তৃণমূলে ফিরবেন এবং মা-মাটি-মানুষের উন্নয়নের কাজ মন দিয়ে করবেন। মঙ্গলবার এ রকম কাণ্ডই ঘটালেন পশ্চিম মেদিনীপুরের ঘাটালের এক বিজেপি নেতা। সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে তিনি বিজেপির নির্বাচনী এজেন্টও হয়েছিলেন। এর জন্য বিজেপি তাঁকে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বলে দাবি ওই নেতার। কিন্তু ভোট মিটলেও, তাঁকে বিজেপি টাকা দেয়নি বলে অভিযোগ। সেই ক্ষোভেই তিনি দল ছাড়লেন বলে জানিয়েছেন। ঘটনা নিয়ে ব্যাপক রাজনৈতিক তরজা বেঁধেছে ঘাটালে।

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনশুকা ১ গ্রাম পঞ্চায়েতের আনন্দপুর গ্রামে বাড়ি রাহুল কারকের। লোকসভা ভোটের আগে তিনি ও তাঁর বাবা গোপাল কারক বিজেপি-তে যোগ দিয়েছিলেন। লোকসভা ভোটে আনন্দপুর গ্রামে বিজেপির নির্বাচনী এজেন্ট ছিলেন তাঁরা। সে সময় বিজেপি এজেন্ট হওয়ার জন্য টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বলে দাবি ওই বিজেপি নেতার। তাঁদের অভিযোগ ভোট মিটতেই আর বিজেপি নেতারা পাত্তা দিচ্ছেন না, টাকা তো দূরের কথা। এ নিয়ে ক্ষোভ উগরে রীতিমতো মাইকে প্রচার করে দল ছাড়লেন বাবা-ছেলে।

মাইকে করে প্রচারের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে রাহুল বলছেন, “আমি এবং আমার বাবা লোকসভা নির্বাচনে আনন্দপুর বুথে বিজেপি-র কিছু মিথ্যাবাদী, প্রতাকর নেতারা আমাদের অর্থের লোভ দেখিয়ে এজেন্ট হতে বলে। আর্থিক অনটনের কারণে আমরা তাঁদের কথায় বিশ্বাস করে বিজেপি-র হয়ে প্রচার করেছিলাম। পোলিং এজেন্টের দায়িত্ব পালন করি। কিন্তু প্রতিশ্রুতি মতো আর্থিক সাহায্য করেনি। উল্টে আমাকে হুমকিও দেওয়া হয়। আমরা বিজেপি ছাড়লাম। আমরা আগামী দিনে তৃণমূলের হয়ে কাজ করব। আমাদের কাছে অনুরোধ মিথ্যাবাদী, প্রতারক বিজেপি-কে কেউ সমর্থন করবেন না।”

এই ঘটনার ভিডিয়ো সামনে আসতেই শোরগোল পড়েছে ওই এলাকায়। ঘটনা নিয়ে বিজেপি-কে কটাক্ষ করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ঘাটালের তৃণমূল নেতা বিকাশ কর বলেছেন, “এইভাবে অনেক বিজেপি নেতা তৃণমূলে আসবে। বিজেপির চরিত্র সবাই বুঝতে পারছে।”

যদিও এই বিষয়ে ঘাটালের বিজেপি বিধায়ক শীতলক কপাট বলেছেন, “দিকে দিকে এ ভাবেই সন্ত্রাস চালানো হচ্ছে। জোরপূর্বক বিজেপি কর্মীদের ভয় দেখিয়ে অপপ্রচার করিয়ে তৃণমূলে যোগদান করানো হচ্ছে। বিজেপি এ রাজনৈতিক চক্রান্ত রাজনৈতিকভাবেই উত্তর দেবে।” যদি টাকা দেওয়ার অভিযোগের বিষয়ে কিছু বলেননি তিনি।

Next Article