TMC Joining: ভোটের আগে মেদিনীপুরে বিজেপির আইটি সেলে ভাঙন?

BJP To TMC Joining: গ্ৰাম পঞ্চায়েতের বিজেপির দক্ষিণ মন্ডলের আইটি সেল প্রমুখ সুব্রত ঘোড়ই সহ ৬ জন বিজেপি কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারী কর্মীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন ঘাটাল ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাজী, এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক নেতৃত্ব।

TMC Joining: ভোটের আগে মেদিনীপুরে বিজেপির আইটি সেলে ভাঙন?
তৃণমূলে যোগদানImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 05, 2026 | 5:22 PM

পশ্চিম মেদিনীপুর: ছাব্বিশের নির্বাচনের আগে বিজেপির আইটি সেলে ফাটল!  ঘাটালে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল বিজেপির আইটি সেলর নেতা সহ ৬ বিজেপি কর্মীর। বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, তত তৃণমূল ও বিজেপি নেতা কর্মীদের দলবদলের পালা দেখা যাচ্ছে । ঘাটালের অজবনগর এক গ্ৰাম পঞ্চায়েতের বিজেপির দক্ষিণ মন্ডলের আইটি সেল প্রমুখ সুব্রত ঘোড়ই সহ ৬ জন বিজেপি কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারী কর্মীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন ঘাটাল ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাজী, এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক নেতৃত্ব।

যদিও এই যোগদান বিষয়ে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, শুধুমাত্র একটা নাটক তৈরি করে বিজেপিকে বদনাম করছে তৃণমূল। তাঁর বক্তব্য, “বিজেপির ঘাটাল বিধানসভায় উত্তর দক্ষিণ বলে কিছু নেই। এখানে পাঁচটা মণ্ডল। সুব্রত ঘড়ুই ৫ বছর আগে বিজেপির সঙ্গে ছিল। ২০১৪ সালের আগে সুশান্তর আগে তৃণমূলে চলে যায়। এখন তৃণমূলও করে না। বাইকের দোকানে লোনের কাজ করে। ওদের সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক ছিল না, এখনও নেই। শুধু নাটক তৈরি করছে।”

তৃণমূল নেতা দিলীপ মাঝি বলেন, “ওরা যাতে আরও সক্রিয়ভাবে কাজ করতে পারে, তাতে আমরা সুযোগ করে দেব। তৃণমূল অনেক বৃহৎ পরিবার। ওরা দায়িত্ব নিয়ে নিজের এলাকায় কাজ করতে পারে, তার ব্যবস্থা করে দেব। বিজেপি বিধায়ক মিথ্যা কথা বলছেন, মিথ্যাচার করছেন, তাতে দেখবেন আগামী দিনে আরও অনেকে তৃণমূলে চলে আসবেন।”