Medinipur School: স্কুল খুলেই প্রধান শিক্ষকের চোখ কপালে, চাপ চাপ রক্ত… হাড়হিম করা দৃশ্য মেদিনীপুরে

Medinipur School: পুলিশ ফরেনসিক টিম ডেকে রক্তের নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। প্রশ্ন উঠেছে, কীসের রক্ত? কীভাবে রক্ত এল স্কুলে? কোথা থেকে এল এতটা রক্ত?

Medinipur School: স্কুল খুলেই প্রধান শিক্ষকের চোখ কপালে, চাপ চাপ রক্ত... হাড়হিম করা দৃশ্য মেদিনীপুরে
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 05, 2025 | 10:35 AM

মেদিনীপুর: সোমবার, সপ্তাহের প্রথম দিন স্কুল খুলতেই দেখা গেল চাঞ্চল্যকর ছবি। মেঝেতে পড়ে চাপ চাপ রক্ত। দেওয়ালে লাগানো রক্ত কে যেন মোছার চেষ্টা করেছে! সেই দৃশ্য দেখে চমকে গেলেন প্রধান শিক্ষক। খবর পেয়েই পুলিশ হাজির হল স্কুলে। কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা বাজার সংলগ্ন হরিমতী হাইস্কুলের ঘটনা। রবিবার ছিল সাপ্তাহিক ছুটির দিন। সোমবার সকালে স্কুলে পরীক্ষা থাকায় দ্রুত স্কুলে পৌঁছে গিয়েছিলেন প্রধান শিক্ষক। দরজা খুলেই ওই রক্ত দেখতে পান তিনি। ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়েছে শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের মধ্যে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

প্রধান শিক্ষক সঙ্গে সঙ্গে খবর দেন ডেবরা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডেবরা থানার পুলিশ। পুলিশ ফরেনসিক টিম ডেকে রক্তের নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। প্রশ্ন উঠেছে, কীসের রক্ত? কীভাবে রক্ত এল স্কুলে? কোথা থেকে এল এতটা রক্ত? এসব ঘিরেই তৈরি হয়েছে ধোঁয়াশা। যদিও এখনও পর্যন্ত স্কুলে কোনওরকম হামলার চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

ডেবরা থানার তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রাতে কেউ স্কুল চত্বরে প্রবেশ করে থাকতে পারে। তবে এটি দুর্ঘটনা, নাকি কোনও অসুস্থ মানসিকতার কাজ, তাও খতিয়ে দেখা হচ্ছে।