
ক্ষীরপাই: সাতসকালে পুকুর থেকে উদ্ধার বছর ৩৫ এর এক ব্যক্তির মৃতদেহ। তা নিয়েই ব্যাপক চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার ১ নাম্বার ওয়ার্ডে। জলে ডুবে নাকি অন্য কোনও কারণে মৃত্যু তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ পরিষ্কার হবে বলে মনে করছে পুলিশ। একইসঙ্গে জিজ্ঞাসাবাদ চলছে এলাকায়।
এদিন সকালে স্থানীয় বাসিন্দারাই গণেশ ঘোড়ই নামে ওই ব্যক্তির দেহ পুকুরে ভাসতে দেখেন। এদিকে এক নম্বর ওয়ার্ডের ওই পুকুরটি বর্তমানে আর ব্যবহার করেন না এলাকার লোকজন। সেই পরিত্যক্ত পুকুরে ওই ব্যক্তি কী করছিলেন, নাকি কেউ তাঁকে সেখানে নিয়ে গিয়ে খুন করে পুকুরের জলে ফেলে দিয়েছে, নাকি ওই ব্যক্তি দুর্ঘটনার জেরে পুকুরে পড়ে গিয়ে ডুবে গিয়েছেন তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
এদিন সকালে খবর চাউর হতেই ভিড় জমতে থাকে এলাকায়। পরিবারের সদস্যরা জানায় কাল রাত্রে বাড়ি ফেরেনি গণেশ। খোঁজ চলছিল। এরইমধ্যে আসে খবরটা। সকালে বাড়ি থেকে কিছুটা দূরে ওই পরিত্যক্ত পুকুরের জল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। খবর যায় পুলিশে। ঘটনাস্থলে চন্দ্রকোনা থানার ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।