Ghatal: রাতের অন্ধকারেই অপকর্ম করে চলে গেল কেউ? রাজ্য সড়কের ধারে প্রতীক্ষালয়ে ঢুকতেই থ যাত্রীরা

Ghatal: সোনামুই এলাকাতে রয়েছে ওই যাত্রী প্রতীক্ষালয়। সেখানে এদিন এলাকার লোকজন ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ দেখতে পান। খবর যায় পুলিশে। দাসপুর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে।

Ghatal: রাতের অন্ধকারেই অপকর্ম করে চলে গেল কেউ? রাজ্য সড়কের ধারে প্রতীক্ষালয়ে ঢুকতেই থ যাত্রীরা
শোরগোল এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jun 04, 2025 | 1:46 PM

দাসপুর: প্রতীক্ষালয়ে ঢুকতেই থ যাত্রীরা। ভিতরে পড়ে আছে এক ব্যক্তি। কিছু সময়ের মধ্যেই বোঝা গেল দেহে কোনও প্রাণ নেই। খবর চাউর হতেই শোরগোল এলাকায়। চাঞল্যকর ঘটনা ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের দাসপুর থানার সোনামুই এলাকায়। তবে ওই ব্যক্তির কোনও নাম পরিচয় জানা যায়নি। কীভাবে মৃত্যু, তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। 

সোনামুই এলাকাতে রয়েছে ওই যাত্রী প্রতীক্ষালয়। সেখানে এদিন এলাকার লোকজন ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ দেখতে পান। খবর যায় পুলিশে। দাসপুর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না এলে কী কারণে মৃত্যু তা নিশ্চিত হতে পারছে না পুলিশ। নাম-পরিচয় জানতে এলাকায় চলছে জিজ্ঞাসাবাদ। 

যে ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে তাঁর পরনে বিশেষ কোনও পোশাক ছিল না বলে খবর। খুন নাকি স্বাভাবিক মৃত্যু তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। যদি খুন হয়ে থাকে তাহলে কে করল, কেন করল তা ভাবাচ্ছে পুলিশকে। যাত্রী প্রতীক্ষালয়ের ভিতরেই খুন নাকি অন্যত্র খুন করে এখানে এনে ফেলে দেওয়া হয়েছে তাও তদন্ত করে দেখছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। ঘটনাকে কেন্দ্র করে স্বভাবতই চাপানউতোর তৈরি হয়েছে এলাকায়।