নারায়ণগড়: ব্যালট খেয়ে ফেলা থেকে শুরু করে ব্যালট বাক্স জলে ডোবানো, ভেঙে ফেলা কী কী না দেখেছে পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) এই বাংলা। তবে ভোট শেষের পরও ব্যালট বিতর্ক কাটছে না। এবার উদ্ধার হল পোড়া ব্যালট পেপার। যা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক।
জানা যাচ্ছে, ভোটের ফল ঘোষণার তিন দিন পর পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের গণনা কেন্দ্রের কাছেই পড়ে থাকতে দেখা গেল আধ পোড়া ব্যালাট পেপার। এই সংক্রান্ত একটি ভিডিয়ো ভাইরাল করা হয়েছে বিজেপি-র তরফ থেকে।
বিজেপি-র দাবি, তৃণমূল যে ছাপ্পা দিয়েছিল সেই ছাপ্পা দেওয়া ব্যালাট পেপার পুড়িয়ে ফেলার চেষ্টা করেছিল তারা। যদিও, সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করা হয় তৃণমূলের তরফে। নারায়ণগড় ব্লকের জেলা তৃণমূলের নেতৃত্ব মিহির চন্দ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন,”তৃণমূল এমন কোনও কাজে জড়িত নয়। যে সকল সংগ্রামী যৌথ মঞ্চের কর্মীরা এসেছিলেন এই কাজ তাঁদের।” সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকেও অভিযোগ অস্বীকার করা হয়েছে। পাশাপাশি বিজেপির জেলা মুখাপাত্র অরূপ দাস অভিযোগ করেন এই পোড়া ও আধ পোড়া ব্যালট পেপারই প্রমাণ করে গণনা কেন্দ্রের ভিতরে কতটা কারচুপি করা হয়েছে।