Bus Accident: রেষারেষির জেরে ঘাটালে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে বাস

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Oct 15, 2022 | 8:15 PM

Ghatal: জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বাসটি আরামবাগ থেকে ঘাটাল হয়ে পাঁশকুড়া যাচ্ছিল। সে সময় পাঁশকুড়া রাজ্য সড়কে অপর একটি বাসের সঙ্গে রেষারেষি চলছিল বাসটির।

Bus Accident: রেষারেষির জেরে ঘাটালে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে বাস
দুর্ঘটনার পর চলছে উদ্ধারকাজ

Follow Us

ঘাটাল: দুই বাসের রেষারেষির জেরে ফের দুর্ঘটনার কবলে পড়ল একটি বাস। জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের পাঁশকুড়া রাজ্য সড়কে শনিবার সন্ধ্যায় ঘটেছে এই দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রেষারেষির জেরে ঘটেছে এই বাস দুর্ঘটনা (Bus Accident)। ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছেন। গুরুতর আহতরা ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বাসটি আরামবাগ থেকে ঘাটাল হয়ে পাঁশকুড়া যাচ্ছিল। সে সময় পাঁশকুড়া রাজ্য সড়কে অপর একটি বাসের সঙ্গে রেষারেষি চলছিল বাসটির। দুটি বাসই দ্রুতগতিতে ছিল বলে জানা গিয়েছে। একে অপরকে ওভারটেক করার সময় সামনে চলে আসে একটি সাইকেল। সে সময় নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায় বাসটি।

খবর পেয়ে পুলিশ আসে ঘটনাস্থলে। ক্রেন দিয়ে বাসটিকে তোলার চেষ্টা চালানো হচ্ছে। দুর্ঘটনার সময় বাসে ২৫ জন মতো যাত্রী ছিল বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে ১২ জনকে আহত অবস্থায় ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। ৪ জন সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

ঘাটাল হাসপাতালে আহতদের দেখতে পৌঁছেছেন মহকুমাশাসক সুমন বিশ্বাস, ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী, ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাঝ। ঘাটাল হাসপাতালে আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী বলেছেন, “উদ্ধারকাজে পুলিশের সঙ্গে সহযোগিতা করেছিল স্থানীয় মানুষজন। তাই দ্রুততার সঙ্গে সমস্ত মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে।”

Next Article