Bus Accident in Ghatal: রেষারেষির জেরেই চরম বিপত্তি! ৪০ জন যাত্রীকে নিয়ে উল্টে গেল বাস

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 29, 2022 | 1:16 PM

Bus Accident in Ghatal: অত্যন্ত দ্রুতগতিতে বাসটি যাচ্ছিল বলে জানিয়েছেন যাত্রীরা। রেষারেষির জেরেই এই ঘটনা বলে অভিযোগ যাত্রীদের।

Bus Accident in Ghatal: রেষারেষির জেরেই চরম বিপত্তি! ৪০ জন যাত্রীকে নিয়ে উল্টে গেল বাস
বাস দুর্ঘটনা

Follow Us

ঘাটাল : নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস। ঘটনায় আহত বেশ কয়েকজন। আশঙ্কাজনক অবস্থায় যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার জগন্নাথপুর এলাকায়। যাত্রীদের অভিযোগ, অত্যন্ত দ্রুতগতিতে বাস চালাচ্ছিলেন চালক। তাঁরা বারবার সতর্ক করা সত্ত্বেও শোনননি তিনি। এলাকার বাসিন্দাদের দাবি, আগেও ঘটেছে এমন ঘটনা। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন তাঁরা।

স্থানীয় সূত্রে খবর, ঘাটাল থেকে তমলুকগামী একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের জগন্নাথপুর এলাকায় ঘটনাটি ঘটে। বাসটি উল্টে একটি বিশাল গাছে আটকে যাওয়ায় কোনও ক্রমে রক্ষা পান যাত্রীরা। তবে এই ঘটনায় আহত হয়েছেন অনেকে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দাসপুর থানার পুলিশ। তড়িঘড়ি যাত্রীদের উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। দুর্ঘটনার কারণে বেশ কিছুক্ষণ যানজট তৈরি হয় ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কের জগন্নাথপুর এলাকায়। স্থানীয়দের দাবি, দুটি বাস একইসঙ্গে যাচ্ছিল। একে অপরকে ওভারটেক করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করছেন তাঁরা।

বাস দুর্ঘটনার খবর পেয়ে ঘাটাল মহকুমা হাসপাতালে আহত বাসযাত্রীদের দেখতে যান ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। মহকুমা শাসক জানান,বাসে থাকা যাত্রীদের মধ্যে প্রায় সকলেই চোট পেয়েছেন। তাঁদের মধ্যে সাতজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। ঘাটাল মহকুমা হাসপাতালে চারজনকে ভর্তি করা হয়েছে। বাকিদের আঘাত খুব বেশি না হলেও এক কিশোরী গুরুতর চোট পেয়েছে বলে জানিয়েছেন মহকুমা শাসক। বাকি তিন জন পাঁশকুড়া হাসপাতালে চিকিৎসাধীন।

দাসপুরে একের পর এক সড়ক দুর্ঘটনা ঘটছে বলে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। মহকুমা শাসক জানান, এই নিয়ে আগেই পুলিশ প্রশাসন ও পরিবহন কর্মীদের বৈঠক হয়েছে। সেমিনারও করা হয়েছে। দুর্ঘটনা ঠেকাতে বাস স্ট্যান্ডে সতর্কতামূলক প্রচার চালানো হয় বলেও জানিয়েছেন তিনি। তারপরও এই ঘটনা ঘটায় উদ্বিগ্ন তিনি।

কী কারণে বার বার দুর্ঘটনা ঘটছে তার কারণ সম্পর্কে পুলিশ রিপোর্ট দিতে পারবে বলে জানা তিনি। মহকুমা শাসকের দাবি, রেষারেষি বা ওভারটেক করতে গিয়ে যদি দুর্ঘটনা ঘটে, তা নিয়ে আবারও পরিবহন কর্মীদের সচেতন করা হবে এবং পুলিশ জরিমানা সহ উপযুক্ত পদক্ষেপ করবেন।

Next Article